ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রথম কলকাতা সফর
প্রথমবারের মতো কলকাতা সফর করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দুই দিনের সফরের প্রথম দিন সোমবার নেতাজি সুভাষ চন্দ্র বসুর ভবন ও জোড়াসাঁকোয় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান ঠাকুরবাড়ি পরিদর্শন।
সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার সকালে ভারতের রাষ্ট্রপতি ছুটে যান হাওড়ার বেলুর মঠে। সেখানে বেলুর মঠের মূল মন্দির ঘুরে দেখেন তিনি। তিনি স্বামী বিবেকানন্দের স্মৃতিবাহী ভবন, মন্দির, শয়নকক্ষ, স্বামীজির সভাঘর ও সারদা মায়ের মন্দির পরিদর্শন করেন। এ সময় রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন বেলুর রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক সুবীরানন্দজি মহারাজ। সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাষ্ট্রপতিকে সংবর্ধনা জানিয়ে বেলুর মঠ ও মিশন কর্তৃপক্ষ তাঁর হাতে তুলে দেয় রামকৃষ্ণ দেব, সারদা মা ও স্বামী বিবেকান্দের লেখা বই, শাল, শাড়ি ও প্রসাদ।
এরপর কলকাতার সায়েন্স সিটি অডিটরিয়ামে যান রাষ্ট্রপতি। সেখানে ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাংক ইউকো ব্যাংকের ৮০তম বর্ষপূর্তির অনুষ্ঠানে যোগ দেন। এরপর রাষ্ট্রপতি বিশেষ হেলিকপ্টারে করে উড়ে যান শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে যোগ দিতে।
বিকেলে সমাবর্তন উৎসবে যোগ দেওয়ার আগে শান্তিনিকেতনের কবিগুরুর স্মৃতিবাহী রবীন্দ্র ভবন, কলাভবন, সংগীত ভবন, উত্তরায়ণ, উদয়ন, পুনশ্চ, কোনার্ক, শ্যামলী ও ভবন পরিদর্শন করেন দ্রৌপদী মুর্মু।
পরে সমাবর্তন উৎসবে যোগ দেওয়া কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, শিক্ষার মাধ্যম হিসেবে প্রকৃতিই উপযুক্ত।