পশ্চিমবঙ্গের প্রার্থীদের মধ্যে সম্পদ বেশি অভিনেত্রী রচনার

হুগলি আসন থেকে লড়ছেন রচনা বন্দ্যোপাধ্যায়। ১২ মে তাঁর নির্বাচনী জনসভায় যোগ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ছবি: এএনআই

ভারতের লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় পশ্চিমবঙ্গের সাতটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮৮ প্রার্থী। তাঁদের মধ্যে সম্পদে শীর্ষে রয়েছেন হুগলি আসনের তৃণমূল প্রার্থী অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। তাঁর মোট সম্পদের পরিমাণ ৩৫ কোটি রুপি।

প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া সম্পত্তির হিসাবের ভিত্তিতে কলকাতার অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেটিক রিফর্মসের (এডিআর) করা এক সমীক্ষা প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, সম্পদের দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন শ্রীরামপুর আসনের তৃণমূল প্রার্থী আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর মোট সম্পদের পরিমাণ ৩০ কোটি রুপি। আর তৃতীয় স্থানে রয়েছেন বনগাঁও আসনের স্বতন্ত্র প্রার্থী সুমিতা পোদ্দার। তাঁর সম্পদের পরিমাণ ২২ কোটি রুপি। তথ্য বিশ্লেষণে দেখা গেছে, পশ্চিমবঙ্গে প্রতি চার প্রার্থীর মধ্যে একজন কোটিপতি।

নির্বাচনী প্রচারে ফুলের মালা গলায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়
ছবি: ফেসবুক থেকে নেওয়া

সমীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, অপরাধ সংঘটনের দিক থেকে শীর্ষে রয়েছেন বিজেপি এবং ভারতের কমিউনিস্ট পার্টির (সিপিএম) প্রার্থীরা। বিজেপির সাত প্রার্থীর মধ্যে পাঁচজনের বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা। আর সিপিএমের ৪০ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে ঝুলছে একই ধরনের মামলা। সমীক্ষা প্রতিবেদনে এ কথাও বলা হয়েছে, ৮৮ প্রার্থীর মধ্যে ৪৪ শতাংশ প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার দৌড় দ্বাদশ শ্রেণি পর্যন্ত।

এবার পশ্চিমবঙ্গে পঞ্চম দফার নির্বাচনে ২০ মে বনগাঁও, বারাকপুর, হাওড়া, উলবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি ও আরামবাগ—এই সাত আসনে ভোট হবে। ভোটে নারী প্রার্থীর সংখ্যা ৪০।