কলকাতার রেড রোডে ঈদের জামাতে গিয়ে সিএএর বিরুদ্ধে বললেন মমতা

কলকাতার রেড রোডে পবিত্র ঈদুল ফিতরের জামাতে গিয়ে বক্তব্য দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ছবি: ভাস্কর মুখার্জি

প্রতিবারের মতো এবারও কলকাতার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে ধর্মতলার রেড রোডে। বৃষ্টিহীন কলকাতায় আবহাওয়া কিছুটা ঠান্ডা থাকায় ধর্মপ্রাণ মুসল্লিরা আজ বৃহস্পতিবার নামাজ আদায় করেছেন। নামাজ শেষে মুসল্লিরা শুভেচ্ছা বিনিময়, কোলাকুলি করেছেন যথারীতি একে অপরের সঙ্গে।

এবারে রেড রোডের নামাজ আদায়ের অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা তাঁর শুভেচ্ছা ভাষণে বলেছেন, ‘সকলে শান্তিতে থাকুন। এই বাংলায় আমরা লড়ছি বিজেপির বিরুদ্ধে। আপনারা ওদের একটি ভোটও দেবেন না। আমরা সিএএ, এনআরসি মানি না। এই রাজ্যে তা কার্যকর হবে না। আপনারা এক হলে কেউ আমাদের আলাদা করতে পারবে না। তাই বলছি, আমরা ঘৃণা ভাষণ চাই না। আমরা এনআরসি, সিএএ চাই না। আমাদের লক্ষ্য সর্বধর্ম সমন্বয়।’

ভূপতিনগরে বোমা বিস্ফোরণ-কাণ্ড নিয়ে মমতা বলেন, ‘চকলেট বোমা ফাটলেও এনআইএ পাঠিয়ে দিচ্ছে। সবাইকে ইডির ভয় দেখাচ্ছে। এজেন্সিকে আমরা ভয় পাই না। বিজেপি গোটা দেশকে জেলখানা বানিয়ে দিচ্ছে। আমি মৃত্যুকে ভয় পাই না। মৃত্যু আমাকে ভয় পায়। ওরা ভোটকে সামনে রেখে সিবিআই, ইডি, এনআইএ ও আইটি বা ইনকাম ট্যাক্স কর্মকর্তাদের দিয়ে ভয় দেখাচ্ছে।’

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি বলি, এর থেকে একটা জেলখানা বানিয়ে দিক। সবাইকে ভরে নিক, কিন্তু দেশের ১৩০ কোটি মানুষকে কি জেলে ভরতে পারবেন?’
মমতা আরও বলেন, ‘বাংলায় আমরা বিজেপির বিরুদ্ধে লড়ছি। তাই এই বাংলায় একটা ভোটও অন্য কাউকে নয়।’ লোকসভায় বিজেপি ৪০০ আসন পাবে—বিজেপির এই প্রচারের কটাক্ষ করে মমতা বলেন, আগে ২০০ আসন পেরোক না?’
ঈদের এই অনুষ্ঠানে আরও যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

এই অনুষ্ঠানে মমতা আরও বলেছেন, ‘সকলে শান্তিতে থাকুন। কারও প্ররোচনায় কান দেবেন না। বাংলায় যাতে অশান্তি হয়, তার প্রচেষ্টা চালাচ্ছে বিজেপি। কোনোক্রমে আমরা এই বাংলায় অশান্তি বরদাশত করব না।’

কলকাতার রেড রোডে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়
ছবি: ভাস্কর মুখার্জি

এদিন মুখ্যমন্ত্রীর মতো সম্প্রীতির বার্তা দেন সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
আজ রেড রোড ছাড়া কলকাতায় আরও বেশ কটি বড় জামাত অনুষ্ঠিত হয়েছে—পার্ক সার্কাস ময়দান, টিপু সুলতান মসজিদ, মেটিয়াব্রুজ, খিদিরপুর, মল্লিক বাজার, রাজাবাজার, এন্টালি, বেলগাছিয়া, আনোয়ার শাহ রোডসহ শহরের বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানে।

আজ রাজ্যের সর্বত্র ঈদের নামাজ শেষে মুসল্লিরা দেশের উন্নতি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করেন।