বিজেপির সভাপতি পদে নাড্ডাই থাকছেন

বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা
ছবি: এএনআই

লোকসভার পরবর্তী নির্বাচন পর্যন্ত জে পি নাড্ডাই থাকছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। আজ মঙ্গলবার দলের জাতীয় কর্মসমিতির বৈঠক চলাকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, কর্মসমিতি সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নিয়েছে। আগামী বছরের জুন মাস পর্যন্ত নাড্ডার মেয়াদ বাড়ানো হয়েছে।

অমিত শাহ বলেন, ‘আমরা নিশ্চিত যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সভাপতি নাড্ডার নেতৃত্বে দল আগামী বছরের মে মাসে লোকসভা ভোটে আরও বেশি সমর্থন পেয়ে জয়ী হবে।’

নাড্ডার নেতৃত্বের প্রশংসা করে শাহ বলেন, তাঁর জন্য দল বিহারে দুর্দান্ত ফল করেছিল। বড় রাজ্যগুলোর মধ্যে মহারাষ্ট্র, উত্তর প্রদেশ দখল করেছে। পশ্চিমবঙ্গে এযাবৎ সবচেয়ে ভালো ফল করেছে। গুজরাটে জয়ের রেকর্ড গড়েছে। এভাবে ২০২৪ সালেও দল সফল হবে। তিনি বলেন, মোদি ও নাড্ডার নেতৃত্বে বিজেপি ২০১৯-এর চেয়েও ২০২৪-এ ভালো ফল করবে।

নাড্ডা গত সোমবারই তাঁর ভাষণে জানিয়েছিলেন, চলতি বছর যে ৯ রাজ্যে বিধানসভার ভোট হবে, প্রতিটিতেই দল জয়ী হবে। এই জয় লোকসভা ভোটের ভিত গড়ে দেবে।

বিজেপি ইতিমধ্যে সারা দেশে ১৬০টি লোকসভা কেন্দ্র চিহ্নিত করেছে, যেখানে এত দিন তাদের ফল আশানুরূপ হয়নি। এখন থেকেই ওই কেন্দ্রগুলোতে প্রভাব বিস্তারে বিজেপি বিশেষ পরিকল্পনা করে এগোচ্ছে। সে জন্য বুথ স্তর থেকে গড়ে তোলা হয়েছে সংগঠন।