স্কুটার কিনে ভাইরাল সাইদুল

ভারতের আসামের এক ব্যক্তি নতুন স্কুটার কিনেছেন, এটা এখন বেশ আলোচিত ঘটনা। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ ঘটনা ভাইরাল। কারণ, এ স্কুটারের মূল্য পরিশোধ করা হয়েছে পয়সায়। পাঁচ-ছয় বছর ধরে তিনি ১, ২, ৫ ও ১০ রুপির পয়সা জমিয়ে গত মঙ্গলবার স্কুটারটি কেনেন।

রাজধানী গুয়াহাটি শহরের বোরাগাঁও এলাকার বাসিন্দা মো. সাইদুল হক স্কুটারটি কিনতে বস্তায় করে পয়সাগুলো নিয়ে গিয়েছিলেন।

সাইদুল বলেন, ‘আমি জমানো পয়সা দিয়ে স্কুটার কিনতে পেরে খুবই আনন্দিত। আমি একটি ছোট্ট মুদিদোকান চালাই। অনেক দিনের স্বপ্ন ছিল একটি স্কুটার কিনব। তাই পাঁচ-ছয় বছর ধরে পয়সা জমাতে শুরু করি। অবশেষে আমি স্বপ্নপূরণ করতে পেরেছি। এখন আমি অনেক খুশি।’

বার্তা সংস্থা এএনআইয়ের শেয়ার করা এক ভিডিওতে দেখা গেছে, সাইদুল বস্তাভর্তি পয়সা নিয়ে স্কুটার কিনতে যাচ্ছেন। এর কিছুক্ষণ পর দেখা যায়, ওই শোরুমের কয়েকজন কর্মী বসে পয়সা গুনছেন। গণনা শেষে ৯০ হাজার রুপির সমান পয়সা পাওয়া যায়। দোকানের কর্মীরা এসব পয়সা বয়ামে ভরে রাখেন।

স্কুটারের শোরুমের মালিক মনিশ পোদ্দার বলেন, ‘যখন একজন গ্রাহক তার জমানো পয়সা দিয়ে স্কুটার কিনতে আমাদের ডিলারের কাছে আসে, আমি খুব আনন্দ পেয়েছি। কারণ, আমি এ ধরনের খবর টেলিভিশনে দেখেছি বা পত্রিকায় পড়েছি। আমার আশা, সাইদুল ভবিষ্যতে চার চাকার গাড়ি কিনতে পারবেন।’