ত্রিপুরার আদিবাসী দল টিপরা মোথা বিজেপি মন্ত্রিসভায় যোগ দিচ্ছে

নয়াদিল্লিতে ২ মার্চ ভারতের কেন্দ্রীয় সরকার, ত্রিপুরা সরকার ও টিপরা মোথার মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি সই হয়। সে অনুষ্ঠানে বিজেপি নেতা ও ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত ছিলেনছবি: এএনআই

উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যের আদিবাসী দল টিপরা মোথা ওই রাজ্যের মন্ত্রিসভায় যোগ দিতে চলেছে। দলের তরফে এই তথ্য ত্রিপুরার প্রচারমাধ্যমে জানানো হয়েছে। যে দুজন টিপরা মোথার বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নেবেন, তাঁরা হলেন বিরোধী নেতা অনিমেশ দেববর্মা ও বৃষকেতু দেববর্মা।

গত সপ্তাহে ভারতের কেন্দ্র সরকার এবং ত্রিপুরা রাজ্যের সরকারের সঙ্গে একটি ত্রিপক্ষীয় চুক্তি সই করেছে টিপরা মোথা। ওই চুক্তিতে বলা হয়েছে, ত্রিপুরার প্রায় এক–তৃতীয়াংশ আদিবাসীর বিভিন্ন দাবিদাওয়া খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হবে। সেই কমিটি কবে গঠন করা হবে বা তারা তাদের সুপারিশ কত দিনের মধ্যে জানাবে, সে সম্পর্কে নির্দিষ্টভাবে কিছু বলা না হলেও আদিবাসীদের রাজনৈতিক, সাংস্কৃতিক এবং সামাজিক বিভিন্ন দাবিদাওয়া কমিটি খতিয়ে দেখবে বলে জানানো হয়েছে। চুক্তিটিকে ত্রিপুরার আদিবাসী সমাজ স্বাগত জানিয়েছে।

বৃহস্পতিবারের মধ্যে ত্রিপুরা মন্ত্রিসভার সম্প্রসারণ করা হবে বলে সূত্র মারফত জানানো হয়েছে। দুই মন্ত্রীকে অন্তর্ভুক্ত করার পরে ত্রিপুরা মন্ত্রিসভায় মোট মন্ত্রীর সংখ্যা হবে ১১।

ঠিক এক বছর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে রাজপরিবারের সন্তান প্রদ্যুৎ দেববর্মার নেতৃত্বে টিপরা মোথা ৬০–এর মধ্যে ১৩টি আসন পেয়ে বিজেপির পরে দ্বিতীয় স্থান অধিকার করে। সিপিআইএম ও কংগ্রেসের স্থান ছিল টিপরা মোথার পরে। নির্বাচনের আগে টিপরা মোথাকে তাদের বন্ধুস্থানীয় দল হিসেবে কংগ্রেস ও সিপিআইএম প্রচার করলেও নির্বাচনের পরে তাদের নিজেদের প্রতিবেদন থেকে বেরিয়ে আসে যে রাজ্যের আদিবাসী দলটি বিজেপিবিরোধী দলের প্রবল ক্ষতি করেছে।

মোট ৪২ আসনে প্রার্থী দিয়ে ১৩ আসনে জয়লাভ করে টিপরা মোথা। বৃহত্তর আদিবাসী রাজ্যের দাবিতে নির্বাচনে লড়ে টিপরা মোথা। দাবিটি আদিবাসীদের মধ্যে সাড়া জাগায়।
আদিবাসীদের জন্য অসংরক্ষিত সাধারণ আসনেও ভালো সংখ্যায় আদিবাসী ভোট কেটে বিজেপিকে জিততে সাহায্য করে মোথা। তারা পেয়েছিল প্রায় ২০ শতাংশ ভোট। কিন্তু এরপরও তাদের দাবিমতো আদিবাসীদের জন্য আরও বেশি ক্ষমতায়ন এবং অন্য দাবিদাওয়ার বিষয়ে বিশেষ গুরুত্ব দেয়নি বিজেপি। একটা পর্যায়ে আমরণ অনশনের ঘোষণা দেন দেববর্মা।

এরপরে তাঁকে দিল্লিতে ডেকে পাঠানো হয় এবং ২ মার্চ ত্রিপক্ষীয় চুক্তি সই করা হয়। চুক্তি সইয়ের পরে জানানো হলো যে এই সপ্তাহেই মন্ত্রিসভার সম্প্রসারণ হবে এবং তাতে যোগ দেবে টিপরা মোথা। রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং টিপরা মোথার প্রধান প্রদ্যুৎ দেববর্মা রাজ্যের বাইরে থাকায় শপথ গ্রহণ অনুষ্ঠান পেছনো হয়েছে বলেও জানানো হয়েছে। টিপরা মোথার সঙ্গে বিজেপির আরও তিন বিধায়ক শপথ নিতে পারেন বলেও মনে করা হচ্ছে।