পরিবর্তিত বিশ্বে আমাদের পররাষ্ট্র নীতিতে বদল দরকার : এস জয়শঙ্কর
পরিবর্তনশীল পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনা প্রয়োজন বলে মনে করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। গতকাল রোববার নয়াদিল্লিতে ‘ইন্ডিয়াস ওয়ার্ল্ড’ নামে একটি সাময়িকীর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। জয়শঙ্কর বলেন, ‘বিকশিত ভারতের’ জন্য অবশ্যই একটি পররাষ্ট্রনীতি প্রয়োজন।
বৈশ্বিক অঙ্গনে বিভিন্ন ঘটনায় ক্রমেই ভারত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বলে উদ্বোধনী অনুষ্ঠানে উল্লেখ করেন জয়শঙ্কর। তিনি বলেন, যখন পররাষ্ট্রনীতিতে পরিবর্তন সম্পর্কে আলোচনা হয়, তখন যদি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর আমলের পরবর্তী সময়ের পররাষ্ট্রনীতি গঠনের কথা ওঠে, তা রাজনৈতিক আক্রমণ হিসেবে গণ্য করা ঠিক হবে না।
আগামী বছরগুলোতে বিদেশে কর্মরত ভারতীয়দের সংখ্যা ‘নাটকীয়ভাবে’ বাড়তে যাচ্ছে বলে মনে করেন এস জয়শঙ্কর। তাঁর ভাষ্যমতে, ভারতীয়দের বিদেশে কাজ করতে যাওয়ায় ‘বিস্ফোরণের’ মতো ব্যাপক আকারে বাড়তে পারে। তিনি আরও বলেন, ‘আগামীর পররাষ্ট্রনীতি নিয়ে আমার আভাস হলো—বড় পরিকল্পনা করা, দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা, একই সঙ্গে স্মার্ট পরিকল্পনা করা।’
উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ সি রাজা মোহনের সঙ্গে সংক্ষিপ্ত আলাপচারিতা করেন জয়শঙ্কর। ‘ইন্ডিয়াস ওয়ার্ল্ড’ সাময়িকীর সম্পাদকীয় বোর্ডের চেয়ারম্যান রাজা মোহন। এ সময় জয়শঙ্কর বলেন, ভারত ‘অন্তত এক প্রজন্ম এগিয়ে’ পরিকল্পনা করছে। একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে নিজেদের অংশগ্রহণ বাড়ানোর চেষ্টা করছে।
ভারত এখন এমন একটি পররাষ্ট্রনীতি অনুসরণ করছে, যা দেশের উন্নয়নের অগ্রগতির সঙ্গে আরও সরাসরিভাবে জড়িত বলে মন্তব্য করেন জয়শঙ্কর। তিনি বলেন, ‘বিভিন্ন কারণে আমরা প্রতিরক্ষামূলক অবস্থানে ছিলাম। সেই যুগটি সন্দেহাতীতভাবে আমরা পেছনে ফেলে এসেছি।’