চীনের পক্ষে প্রচারণা চালানো হয়নি, দাবি নিউজক্লিকের

ভারতীয় নিউজ পোর্টাল নিউজক্লিক
ছবি: সংগৃহীত

নিউজক্লিক কোনোভাবেই চীনের ‘প্রোপাগান্ডা’ প্রচার করেনি বলে দাবি করেছে নিউজ পোর্টালটির কর্তৃপক্ষ। গতকাল বুধবার এক বিবৃতিতে তারা বলেছে, নিউজক্লিক চীনের কোনো সংস্থা বা সে দেশের নির্দেশে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো সংবাদ বা তথ্য প্রকাশ করেনি।

এর আগে গত মঙ্গলবার নিউজক্লিকের প্রতিষ্ঠাতা সম্পাদক প্রবীর পুরকায়স্থ এবং সংবাদমাধ্যমটির অন্যতম অংশীদার অমিত চক্রবর্তীকে সন্ত্রাসবাদ দমন আইনে গ্রেপ্তার করা হয়। তাদের কিছু সাংবাদিককে জিজ্ঞাসাবাদের পাশাপাশি সংবাদমাধ্যমটির কার্যালয়ও বন্ধ (সিল) করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন

নিউজক্লিকের বিরুদ্ধে মূল অভিযোগ, সংবাদমাধ্যমটি চীনের কাছ থেকে অর্থ নিয়ে সে দেশের হয়ে ভারতে তথ্য প্রচার করেছে। এ ক্ষেত্রে গত ৫ আগস্ট প্রকাশিত নিউইয়র্ক টাইমস–এর একটি প্রতিবেদনকে সামনে এনেছে সরকার।

ওই প্রতিবেদনে নেভিল রয় সিংঘম নামের এক মার্কিন কোটিপতিকে সমাজতান্ত্রিকৎ মতাদর্শ এবং মাও সে-তুংয়ের আদর্শে অনুপ্রাণিত বলে দাবি করা হয়। এতে আরও বলা হয়, মানবাধিকার লঙ্ঘন থেকে শুরু করে আফ্রিকাসহ বিশ্ব কূটনীতি নিয়ে চীনের পক্ষে কথা বলার জন্য প্রভাবশালী ব্যক্তি, গোষ্ঠী, সাংবাদিক ও সংবাদ সংস্থাকে অর্থ দিতেন সিংঘম।

নিউইয়র্ক টাইমস–এর প্রতিবেদনে যাঁদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল, তাঁদের মধ্যে নিউজক্লিকের প্রধান সম্পাদক প্রবীর পুরকায়স্থের নামও ছিল। তবে প্রতিবেদনটি প্রকাশের পরপরই তিনি বলেন, নিউজক্লিক কোনোভাবেই কোনো ধরনের আইনবহির্ভূত কাজে অংশ নেয়নি।

গতকালের বিবৃতিতে নিউজক্লিকের পক্ষ থেকে বলা হয়, খবর প্রকাশের ক্ষেত্রে নিউজক্লিক সিংঘমের কাছ থেকে কোনো নির্দেশনা নেয়নি। নিউজক্লিক যে অর্থ পেয়েছে, তা উপযুক্ত ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে নেওয়া হয়েছে।