লোকসভার সবচেয়ে বেশি আসনের রাজ্য উত্তর প্রদেশে কতটি পেতে পারে বিজেপি

ভারতের উত্তর প্রদেশের বারানসি আসন থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিফাইল ছবি: এএনআই

ভারতের লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশে ৮০ আসনের মধ্যে ৭৪ আসনই পেতে পারে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট।

গতকাল শনিবার মাত্রিজ-রিপাবলিক বুথফেরত জরিপে (এক্সিট পোল) এ আভাস দেওয়া হয়েছে।

৫৪৩ আসনবিশিষ্ট লোকসভার সবচেয়ে বেশি আসন উত্তর প্রদেশে। এ কারণে নির্বাচনের ফলাফলে রাজ্যটির বেশ গুরুত্ব রয়েছে।

ইন্ডিয়া নিউজ-নিউজএক্স-ডি-ডায়নামিকসের আভাস অনুসারে, উত্তর প্রদেশে বিজেপি ২০১৯ সালের চেয়ে ভালো করবে। তারা ৮০ আসনের মধ্যে ৬৫ আসন জিততে পারে।

আরও পড়ুন

একই জরিপের আভাস, রাজ্যে এনডিএ জোটের মিত্ররা আপনা দল (সোনেলাল) ও রাষ্ট্রীয় লোকদল ২টি করে মোট ৪টি আসন জিততে পারে। ফলে রাজ্যে এনডিএ জোটের মোট আসন দাঁড়াতে পারে ৬৯টি।

ইন্ডিয়া টুডের অ্যাক্সিস মাই ইন্ডিয়া সমীক্ষার পূর্বাভাস, উত্তর প্রদেশে বিজেপি ৬৪ থেকে ৬৭ আসনে জয় পেতে পারে। বিরোধী ‘ইন্ডিয়া’ জোট ৮ থেকে ১২টি আসন জিততে পারে।

জন কি বাতের বুথফেরত জরিপ বলছে, এনডিএ জোট উত্তর প্রদেশে ৬৮ থেকে ৭৪টি আসন জিততে পারে। ‘ইন্ডিয়া’ জোট পেতে পারে ৬ থেকে ১২টি আসন।

এবার উত্তর প্রদেশের ৮০ আসনের মধ্যে ৭৫টিতে বিজেপির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। বাকি পাঁচ আসন জোটসঙ্গীদের ছেড়ে দেয় দলটি।

আরও পড়ুন

‘ইন্ডিয়া’ জোটের সঙ্গী হিসেবে কংগ্রেস ও সমাজবাদী পার্টি (এসপি) এই রাজ্যে আসন ভাগাভাগির চুক্তিতে ভোটে অংশ নেয়। অন্যদিকে ভোটে এককভাবে লড়াই করে বহুজন সমাজ পার্টি (বিএসপি)।

এবার সমাজবাদী পার্টি উত্তর প্রদেশে ৬২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে। তারা কংগ্রেসকে ছেড়ে দেয় ১৭ আসন। আর তৃণমূল কংগ্রেসকে ছেড়ে দেয় একটি আসন।

জাতীয় রাজনীতিতে উত্তর প্রদেশের বেশ প্রভাব রয়েছে। এখানে কিছু গুরুত্বপূর্ণ নির্বাচনী আসন রয়েছে। যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি উত্তর প্রদেশের আসন থেকে নির্বাচন করেছেন।

অন্যদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব উত্তর প্রদেশের আসন থেকে ভোটে লড়েছেন।

আরও পড়ুন

গত লোকসভা নির্বাচনে (২০১৯ সাল) উত্তর প্রদেশে বিজেপি এককভাবে ৬২ আসন পেয়েছিল। জোটবদ্ধভাবে (এনডিএ জোট) পেয়েছিল ৬৪ আসন। সে নির্বাচনে এনডিএ জোটের সঙ্গী আপনা দল (সোনেলাল) দুই আসন পেয়েছিল। ২০১৪ সালের নির্বাচনে এনডিএ পেয়েছিল ৭৩ আসন। জোটসঙ্গী আপনা দল (সোনেলাল) পেয়েছিল দুটি আসন।

গত লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশে বিএসপি ১০ আসন, এসপি ৫ আসন ও কংগ্রেস ১টি আসন পেয়েছিল।

ভারতের সাত দফার লোকসভা নির্বাচন গত ১৯ এপ্রিল শুরু হয়। শেষ হয় গতকাল শনিবার। গতকাল ভোট শেষ হওয়ার পরই শুরু হয় ‘এক্সিট পোল’ বা বুথফেরত জরিপের ফলাফল প্রকাশ। ৪ জুন ভোট গণনা করা হবে।

আরও পড়ুন