পশ্চিমবঙ্গে শ্লীলতাহানির অভিযোগে কেন্দ্রীয় বাহিনীর দুই জওয়ান গ্রেপ্তার

ভারতের নির্বাচন কমিশনের লোগোছবি: সংগৃহীত

ভারতের সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে এবার পশ্চিমবঙ্গে ছিল কড়া নিরাপত্তা। কঠোর নিরাপত্তার মধ্যেও দায়িত্ব পালন করতে আসা কেন্দ্রীয় বাহিনীর দুই জওয়ানকে দুটি জায়গায় দুই নারীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

গত শনিবার শেষ দফার ভোট গ্রহণের দায়িত্ব পালন করে রোববার দক্ষিণ ২৪ পরগনার বারইপুর কেন্দ্র থেকে ফিরছিলেন কেন্দ্রীয় বাহিনীর এক সিআরপিএফ জওয়ান। তখন তিনি মাতাল অবস্থায় ছিলেন।

জানা গেছে, বিটি রোড ধরে ফেরার সময় ওই জওয়ান পাইকপাড়ায় গভীর রাতে এক বাড়িতে ঢুকে পড়েন। সেখানে এক গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা করেন। তখন ওই গৃহবধূ চিৎকার করলে আশপাশের মানুষজন এসে পড়েন। তাঁরা চিৎপুর থানায় খবর দিলে পুলিশ এসে ওই জওয়ানকে আটক করে নিয়ে যায়।

এর আগে ভোট গ্রহণের মধ্যেই পশ্চিম মেদিনীপুরের ডেবরায় নির্বাচনের দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের বিরুদ্ধে স্থানীয় জনজাতি সম্প্রদায়ের এক নারীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ ওঠে। ওই জওয়ান গভীর রাতে ওই গৃহবধূর বাড়িতে ঢুকে জল চান। ওই গৃহবধূ তাঁকে জল দেন। এরপর জওয়ান ওই গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা করেন। তখন ওই গৃহবধূ চিৎকার করলে আশপাশের মানুষ এসে জওয়ানকে ধরে ফেলেন। এরপর তাঁকে আটক করে তুলে দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনীর কর্মকর্তাদের হাতে।

এ ঘটনার পর ঘাটাল আসনের তৃণমূল প্রার্থী অভিনেতা দীপক অধিকারী (দেব) প্রশ্ন করেন, নির্বাচনের নিরাপত্তার দায়িত্বে আসা কেন্দ্রীয় বাহিনীর ওই জওয়ান রক্ষক হয়ে ভক্ষক হয়ে গেলেন, এটা কেমন কথা?