পঞ্চায়েত নির্বাচনে সহিংসতার জন্য মমতাকে দায়ী করলেন অপর্ণা সেন
ভারতের পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে সহিংসতার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসনকে দায়ী করে মমতার কাছে একটি খোলাচিঠি দিয়েছেন অভিনেত্রী অপর্ণা সেনসহ পশ্চিমবঙ্গের বিশিষ্টজনেরা। এতে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন, নির্বাচনোত্তর অরাজকতা এবং মৃত্যুর বিষয় উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার কলকাতার কলেজ স্কয়ারে নাগরিক কনভেনশনের ডাক দেয় কলকাতার গণতান্ত্রিক নাগরিক অধিকার রক্ষা সমিতি (এপিডিআর)। সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস এবং মৃত্যুর প্রতিবাদে এ কনভেনশনের ডাক দেওয়া হয়। এতে যোগ দেন প্রখ্যাত অভিনেত্রী ও চলচ্চিত্র পরিচালক অপর্ণা সেন, বিশিষ্ট সমাজসেবী নব দত্ত, অধ্যাপক মীরাতুন নাহার, চিত্রকর সমীর আইচ, নারীনেত্রী বোলান গঙ্গোপাধ্যায় প্রমুখ।
এ সময় অপর্ণা সেন ভোট–সন্ত্রাসকে জল্লাদের উল্লাস মঞ্চ আখ্যায়িত করে বলেন, ‘এ রাজ্যের ভবিষ্যৎ আমি অন্ধকার দেখছি। এবার ৩৭ দিনে রাজ্যে ৫২ জনের প্রাণ গেছে। বহু মানুষ এখনো নিখোঁজ। আর এই ভোটদান নিয়ে এত সন্ত্রাস, এত জীবনহানি রাজ্যের মানুষ মেনে নিতে পারেননি।’
অপর্ণা সেন আরও বলেন, ‘অতীতে বামদের সরানো প্রয়োজন ছিল, কিন্তু আমরা পরিবর্তন চাইলেও এই অরাজকতা চাইনি; যা আজ হচ্ছে। এই ভোট–সন্ত্রাসের পরিস্থিতি চাইনি। তাই রাজ্যের এই অরাজক পরিস্থিতির জন্য দায়ী এই রাজ্যের নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন এবং মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে।’