বহির্বিশ্বে স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন দিবস পালন কলকাতায়

উপহাইকমিশনের কর্মকর্তারা বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে দূতাবাসের চারদিক প্রদক্ষিণ করেন। কলকাতা, ভারতছবি: ভাস্কর মুখার্জি

বহির্বিশ্বে স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন দিবস পালিত হয়েছে ভারতের কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনে। আজ বৃহস্পতিবার দিবসটি পালন করা হয়।

১৯৭১ সালের ১৮ এপ্রিল কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনে স্বাধীন বাংলাদেশের পতাকা তোলা হয়। তৎকালীন উপহাইকমিশনার হোসেন আলী দূতাবাসে পাকিস্তানের পতাকা নামিয়ে তুলেছিলেন স্বাধীন বাংলাদেশের পতাকা। সেই দিনটিকে স্মরণ করে আজ কলকাতাস্থ বাংলাদেশ উপহাইকমিশনে ‘বহির্বিশ্বে বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা উত্তোলন দিবস’ পালিত হয়।

আজ সকালে এই উপহাইকমিশনে বাংলাদেশের জাতীয় পতাকা তোলেন বর্তমান উপহাইকমিশনার আন্দালিব ইলিয়াস। এ সময় বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

উপহাইকমিশনে বাংলাদেশের জাতীয় পতাকা তোলেন উপহাইকমিশনার আন্দালিব ইলিয়াস। কলকাতা, ভারত
ছবি: ভাস্কর মুখার্জি

এর আগে উপহাইকমিশনের কর্মকর্তারা বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে দূতাবাসের চারদিক প্রদক্ষিণ করেন। পতাকার চার কোণ ধরেন যথাক্রমে প্রথম সচিব (প্রেস) রঞ্জন সেন, প্রথম সচিব (বাণিজ্যিক) মো. শামসুল আরিফ, দ্বিতীয় সচিব (রাজনৈতিক) শেখ মারেফাত তারিকুল ইসলাম ও মিনিস্টার (রাজনৈতিক) সিকদার মোহাম্মদ আশরাফুর রহমান। আর মাঝে ছিলেন উপহাইকমিশনার আন্দালিব ইলিয়াস। সঙ্গে ছিলেন দূতাবাসের অন্যান্য কর্মকর্তা ও সহকারীরা।

পতাকা উত্তোলনের পর আন্দালিব ইলিয়াস বলেন, ‘সেদিন এই দূতাবাসই প্রথম পাকিস্তানের পক্ষ ত্যাগ করে বাংলাদেশের সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেছিল। আজ ছিল সেই ঐতিহাসিক দিনটি। আমরা ওই দিনের স্মরণে আজ জাতীয় পতাকা উত্তোলন করতে পেরে গর্বিত।’