ভারতে দীর্ঘ তাপপ্রবাহ, বেশি গরমের পূর্বাভাস

এপ্রিল থেকে শুরু হয়ে দুই থেকে আড়াই মাস ভারতে প্রচণ্ড গরম ও দীর্ঘ তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তরফাইল ছবি: রয়টার্স

ভারতের মধ্য, উত্তর ও দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে এ বছর বেশি দিন তাপপ্রবাহ বয়ে যাবে। এ ছাড়া এপ্রিল থেকে আগামী জুনে দেশটির বেশির ভাগ এলাকার তাপমাত্রা থাকবে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি। আজ সোমবার দেশটির আবহাওয়া অধিদপ্তর থেকে এ পূর্বাভাস দেওয়া হয়েছে।

আজ এক সংবাদ সম্মেলনে ভারতের আবহাওয়া অধিদপ্তরের মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, মধ্য, উত্তর ও দক্ষিণ ভারতে দুই থেকে আট দিন ধরে তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে বেশি ঝুঁকিতে আছে গুজরাট, উত্তর কর্ণাটক, ওডিশা, অন্ধ্র প্রদেশ ও পশ্চিম মধ্যপ্রদেশ অঞ্চল।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দীর্ঘ তাপপ্রবাহের কারণে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতি মোকাবিলার জন্য ইতিমধ্যে ২৩টি রাজ্য কর্মপরিকল্পনা তৈরি করেছে। এ ছাড়া এই সময়ে হবে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ। এ জন্য বাড়তি প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, তাপপ্রবাহের সবচেয়ে বড় প্রভাব পড়বে দরিদ্র জনগোষ্ঠীর ওপর। তাপপ্রবাহের সময় বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়বেন এসব এলাকার মানুষ। সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবেন বয়োজ্যেষ্ঠ, শিশু এবং আগে থেকে বিভিন্ন রোগে আক্রান্ত, এমন মানুষেরা।

দীর্ঘ তাপপ্রবাহের কারণে বিদ্যুৎ ও যোগাযোগ অবকাঠামোয় বড় রকমের চাপ পড়তে পারে জানিয়ে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তারা বলেছে, ‘এ ঝুঁকি মোকাবিলায় সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সুরক্ষামূলক পদক্ষেপ নেওয়া অপরিহার্য।’

দেশটির বিজ্ঞানবিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আজ বলেছেন, এ বছর প্রচণ্ড গরমের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এটা শুরু হতে পারে এপ্রিলের শেষ দিক থেকে। এই সময়েই হবে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ। এ কারণে সংশ্লিষ্ট সব পক্ষের আগাম প্রস্তুতি নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ।

আজ এক সংবাদ সম্মেলনে কিরেন রিজিজু বলেন, দেশে আগামী দুই থেকে আড়াই মাস প্রচণ্ড গরম ও তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে অনুমান করছেন তাঁরা। এই পরিস্থিতিতে ভোট গ্রহণ হবে। এ নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে তিনি আলোচনা করছেন বলে জানিয়েছেন মন্ত্রী।