সিকিমে তুষারধসে চাপা পড়ে অন্তত ৭ জন নিহত

তুষারের নিচে চাপা পড়া ব্যক্তিদের উদ্ধারে চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা
ছবি: রয়টার্স

ভারতের সিকিম রাজ্যের নাথু লা এলাকায় তুষারধসে চাপা পড়ে অন্তত সাতজন নিহত হয়েছেন। এখনো অনেকে তুষারের নিচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানায়।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জওহরলাল নেহরু সড়কের ১৫ মাইলে তুষারধসের ঘটনা ঘটে। সড়কটি রাজধানী গ্যাংটককে নাথু লা-র সঙ্গে সংযুক্ত করে।  

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, বেলা ৩টা নাগাদ সেখান থেকে ১৪ জনকে উদ্ধার করে কাছেই সেনাবাহিনীর একটি চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে। এ ছাড়া ঘটনাস্থলেই সাতজনই মারা গেছেন। আরও সাতজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গ্যাংটকে ফেরত পাঠানো হয়েছে।

তুষারের নিচে চাপা পড়া ব্যক্তিদের উদ্ধারে চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা
ছবি: রয়টার্স

সেনাবাহিনীর ভাষ্য, সে সময় ৫-৬টি গাড়ি বিপর্যয়ের কবলে পড়ে। আশঙ্কা করা হচ্ছে, ২০ থেকে ৩০ জন পর্যটক তুষারধসের নিচে চাপা পড়েন।

তবে সড়ক থেকে তুষার পরিষ্কার করার পর সেখান থেকে আটকে পড়া ৩৫০ জন পর্যটক ও ৮০টি গাড়িকে উদ্ধার করা হয়েছে।

ইতিমধ্যে সড়কটি চলাচলের জন্য খুলে দিয়েছে বর্ডার রোডে অর্গানাইজেশন। সেনাবাহিনী, রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা দল এবং পুলিশ উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।