১৫ বছর ধরে পলাতক আসামি ধরা খেলেন ট্যাটুতে

মুম্বাই পুলিশ।
ছবি: টুইটার থেকে নেওয়া

বাড়ি ভাঙচুর ও চুরির মামলায় ১৫ বছর ধরে এক আসামি পলাতক। পুলিশের কাছে আসামির প্রমাণ বলতে ছিল শুধু তাঁর হাতে থাকা ট্যাটু ও কাগজে দেওয়া স্বাক্ষর। ১৫ বছর পর ট্যাটু দেখেই ৬৩ বছর বয়সী ওই আসামিকে গতকাল বৃহস্পতিবার ভারতের মুম্বাই পুলিশ গ্রেপ্তার করেছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া আসামির নাম আরমুগাম পল্লস্বামী দেবেন্দ্র মুদালিয়ার। মামলার ঘটনার সময় তিনি মধ্য মুম্বাইয়ের অ্যান্টপ হিলে থাকতেন। আর এবার দক্ষিণ মুম্বাইয়ের ফোর্ট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ভুয়া পরিচয়ে তিনি একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করতেন।

মুদালিয়ারের বিরুদ্ধে মুম্বাই ও গুজরাটে পাঁচটির বেশি মামলা আছে। তবে ২০০৮ সালে রফি আহমেদ কিদওয়াই (আরএকে) মার্গ থানায় নথিভুক্ত একটি বাড়ি ভাঙচুর ও চুরির মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, মুদালিয়ারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ কারণে স্থানীয় একটি আদালত তাঁকে পলাতক ঘোষণা করেন। আরএকে মার্গ পুলিশ মুদালিয়ারকে গ্রেপ্তারে আবারও অভিযান পরিচালনা করে। তাঁর খোঁজে মুম্বাইয়ের কল্যাণ, ভানদুপ ও মাহিম এলাকায় অভিযান চালানো হয়। এসব এলাকায় মুদালিয়ার আগে থাকতেন। এসব এলাকা থেকে তথ্য পাওয়া যায়, মুদালিয়ার বেঁচে নেই। কিন্তু পরে পুলিশের কাছে তথ্য আসে, তিনি তামিলনাড়ুতে পালিয়ে গেছেন।

ওই পুলিশ কর্মকর্তা আরও বলেন, এই মামলা নিয়ে কাজ করা দলটি পুলিশের রেকর্ড করা নথি থেকে জানতে পারে, মুদালিয়ারের হাতে একটি ট্যাটু আঁকা আছে। এ ছাড়া স্বাক্ষরও সংগ্রহ করে দলটি। আরও নানা তথ্যের ভিত্তিতে তাঁর অবস্থান শহরের ফোর্ট এলাকায় বলে নিশ্চিত হয় পুলিশ। গতকাল তাঁকে আটক করা হয়। পরে তাঁর হাতে থাকা ট্যাটু ও স্বাক্ষর যাচাই করে ১৫ বছরের পুরোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়।