কলকাতার ঈদবাজারে বাংলাদেশিদের ভিড় কম

কলকাতার নিউমার্কেটে ঈদের কেনাকাটায় ব্যস্ত মানুষছবি: ভাস্কর মুখার্জি

পবিত্র রমজান শেষের দিকে। এসে গেছে ঈদুল ফিতর। কিন্তু গতবারের মতো এবারও প্রচণ্ড গরম বাধা হয়ে দাঁড়াচ্ছে ঈদের বাজারে। অন্যবারের তুলনায় এবার পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার বাজারে বাংলাদেশি ক্রেতার ভিড় নেই। যথাসময়ে ভিসা না পাওয়ায় অনেকে এবার ভারতে আসতে পারেননি বলে বিভিন্ন সূত্র বলছে।

সূত্র বলছে, প্রচণ্ড গরম, যথাসময়ে ভিসা না পাওয়ার পাশাপাশি ভারতের লোকসভা নির্বাচনও এবার বাংলাদেশ থেকে কম মানুষ আসার একটা কারণ। ১৯ এপ্রিল ভারতে সাত দফার লোকসভা নির্বাচন শুরু হচ্ছে।

কলকাতায় যাঁরা কেনাকাটা করতে এসেছেন, তাঁরা স্বজনদের পছন্দ অনুযায়ী কাপড়চোপড় কেনাকাটা করছেন। খুলনা থেকে জুয়েল নামের এমন একজন এসেছেন কলকাতায়। তিনি বলেন, ‘আমি প্রতিবারই ঈদের বাজার করতে কলকাতায় আসি। এবারও এসেছি। তবে এবার একটু গরম বেশি। তা ছাড়া কলকাতায় নির্বাচনী প্রচার তুঙ্গে। তবু এসেছি। কিনেছি নিজের পরিবার আর বন্ধুবান্ধবের ফরমাশের কিছু কাপড়চোপড়।

ঢাকা থেকে এসেছেন সহেলি। তিনি বলেন, ‘বাংলাদেশের বহু মানুষ কলকাতায় ঈদের বাজার করতে আগ্রহী। ঢাকার তুলনায় এখানে পোশাকের দাম কম। আমরা আগে ভিসা করে রেখেছি বলে কলকাতায় আসতে অসুবিধা হয়নি। তবে এবার যথাসময়ে ভিসা না পাওয়ায় আমার পরিচিত অনেকে আসেননি। তাই আমরাই এখন সেসব পরিচিত স্বজনদের ঈদের পোশাক কিনছি।’

তবে এটা ঠিক, কলকাতার ঈদের বাজার মূলত জমজমাট থাকে বাংলাদেশিদের পদচারণে। কিন্তু এবার বাংলাদেশি পর্যটকদের উপস্থিতি অনেকটাই কম।

কলকাতায় নিউমার্কেট, সদর স্ট্রিট, মার্কুইস স্ট্রিট, কলিন স্ট্রিট, এস এন ব্যানার্জি রোড, রফি আহমেদ কিদোয়াই রোড ও সদরঘাট এলাকার হোটেলগুলোয় বেশির ভাগ বাংলাদেশি ওঠেন। এসব এলাকার হোটেলে গিয়ে জানা গেছে, এবার বাংলাদেশিদের ভিড় কম। আগে ঈদ মৌসুমে হোটেল খালি পাওয়া কঠিন ছিল। এবার কার্যত বহু হোটেলই খালি পাওয়া যাচ্ছে। একটি আবাসিক হোটেলের ব্যবস্থাপক বলেন, ‘এবার পর্যটকের তেমন চাপ নেই। তাঁর মতে প্রচণ্ড গরম ও আসন্ন নির্বাচনের কারণে এবার কলকাতায় বাংলাদেশি পর্যটকের ভিড় নেই।

তবে বাংলাদেশি না এলেও কলকাতা এবং পশ্চিমবঙ্গ রাজ্যের মুসলমান সম্প্রদায়ের মানুষ আসছেন কলকাতার ঈদের বাজারে। আসছেন পশ্চিমবঙ্গের আশপাশের রাজ্যের মানুষও। কিনছেন হরেক রকমের পণ্য। রোজার কারণে সন্ধ্যার পরই ভিড় বেশি দেখা যায়।