এ বছরই ভারতে শুরু হতে পারে রাশিয়ার কালাশনিকভ রাইফেলের উৎপাদন

রাইফেল হাতে রাশিয়ার সবচেয়ে বড় অস্ত্র নির্মাতাপ্রতিষ্ঠান কালাশনিকভের প্রধান নির্বাহী দিমিত্রি তারাসভ
ফাইল ছবি: রয়টার্স

চলতি বছরেই রাশিয়ার কালাশনিকভ একে-২০৩ রাইফেলের উৎপাদন শুরু করতে পারে ভারত। উত্তর প্রদেশের করওয়া শহরের একটি কারখানায় নতুন মডেলের এই রাইফেল তৈরি করা হবে। আজ সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক অস্ত্রবাণিজ্য নিয়ে কাজ করা রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রোসোবোরোনেক্সপোর্ট। খবর আরটির

বিবৃতিতে সংস্থাটির প্রধান আলেকসান্দ্র মিখিভ বলেন, ‘রাশিয়ার বিখ্যাত এই রাইফেলের ১০০ শতাংশই ভারতে উৎপাদনের পরিকল্পনা করেছি আমরা। ভবিষ্যতে দুই দেশের এই যৌথ উদ্যোগের হাত ধরে আমরা কালাশনিকভ রাইফেলের অত্যাধুনিক সব মডেল তৈরি করব।’

মঙ্গলবার থেকে ভারতের গুজরাটে শুরু হতে যাচ্ছে ‘ডেফেক্সপো ইন্ডিয়া ২০২২’ অস্ত্র প্রদর্শনী। চলবে ২২ অক্টোবর পর্যন্ত। এর আগমুহূর্তে ভারতে একে-২০৩ উৎপাদন শুরুর খবর দিল রোসোবোরোনেক্সপোর্ট।

আগে সরাসরি রাশিয়া থেকে একে-২০৩ রাইফেল কিনত ভারত। গত বছরের ডিসেম্বরে দুই দেশের মধ্যে একটি চুক্তি হয়। ওই চুক্তি অনুযায়ী, ভারতে ৬ লাখের বেশি একে-২০৩ রাইফেল উৎপাদন করা হবে বলে জানিয়েছিল ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

তবে রাশিয়া এই প্রথম ভারতে অস্ত্র উৎপাদন করছে—বিষয়টি এমন নয়। প্রতিরক্ষা খাতে দিল্লি ও মস্কোর সম্পর্ক কয়েক দশকের পুরোনো। এর আগেও ভারতে রুশ অস্ত্র তৈরি করতে একাধিক চুক্তি করেছে দুই দেশ।