ষষ্ঠ দফার ভোটের আগে পশ্চিমবঙ্গে তৃণমূল নেতা খুন

লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ঘাটাল আসনের একটি কেন্দ্রে ভোটারদের লাইন। আজ ২৫ শনিবারছবি: ভাস্কর মুখার্জি।

ভারতের পশ্চিমবঙ্গে ষষ্ঠ দফা লোকসভা ভোটের আগে গতকাল শুক্রবার রাতে তৃণমূলের এক নেতা খুন হয়েছেন। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আজ শনিবার সকাল থেকে মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশে ভোট চলছে। ভোটে নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে ৯১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী: সেই সঙ্গে রয়েছেন ২৯ হাজার ৪৬৮ পুলিশ সদস্য।

আজ লোকসভার ষষ্ঠ দফা নির্বাচন পশ্চিমবঙ্গের তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও বিষ্ণুপুর আসন ভোট হচ্ছে।

গতকাল রাতে তমলুক আসনের মহিষাদলে তৃণমূল নেতা শেখ মইবুলকে কুপিয়ে খুন করা হয়। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তৃণমূলের অভিযোগ, বিজেপিই খুন করেছে শেখ মইবুলকে। তবে বিজেপির দাবি, তৃণমূলের অভ্যন্তরীণ বিরোধের জেরে এই খুনের ঘটনা ঘটেছে।

বিজেপি প্রার্থী অভিনেতা হিরণ চ্যাটার্জি ঘাটালের কেশপুরে গেলে তৃণমূলের সমর্থকেরা তাঁর গাড়ি আটকিয়ে রাস্তায় শুয়ে পড়েন। বিজেপি প্রার্থী সাবেক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুক আসনের হরদিয়ায় গেলে তৃণমূলের কর্মীরা তাঁকে বাধা দেন। পুলিশ এসে তাঁকে উদ্ধার করে এলাকা ত্যাগ করে।

তমলুক আসনের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য অভিযোগ করেছেন, নন্দীগ্রামে তৃণমূলের দুই এজেন্টকে অপহরণ করেছেন বিজেপির সমর্থকেরা। বিজেপির অভিযোগ, কেশপুরে বিজেপির এজেন্টকে বসতে দেয়নি তৃণমূল। ভূপতিনগরে তাদের এজেন্টকে ঢুকতে দেয়নি তৃণমূল। খণ্ডকোষে বিজেপির গাড়ি আটকিয়ে দিয়েছেন তৃণমূলের সমর্থকেরা।

কাঁথি আসনের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী দাবি করেছেন, তাঁর এলাকার ২০টি বুথে ঢুকতে বাধা দেন তৃণমূলের কর্মীরা। কেশপুরের আনন্দপুরে ভোটারদের কেন্দ্রে না আসতে বোমা ফাটানো হয়েছে।

মেদিনীপুরের তৃণমূল প্রার্থী জুন মালিয়া অভিযোগ করেছেন, কেন্দ্রীয় বাহিনী বুথের ভেতরে ভোটারদের বিজেপিতে ভোট দিতে নানাভাবে প্রভাবিত করছেন।

ঝাড়গ্রাম থেকে একজনের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

প্রথম দুই ঘণ্টায় ভোটের অব্যবস্থা ও সন্ত্রাস নিয়ে ৩৬৪টি আবেদন পড়েছে নির্বাচন কমিশনে। এই অভিযোগের মধ্যে বিজেপির ৩০টি এবং সিপিএমের ৩৯টি অভিযোগ রয়েছে।