নির্বাচনের আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোধ্যায়ের বিরুদ্ধে ভারতের নির্বাচন কমিশনে মামলা দিল বিজেপি।
বিজেপির অভিযোগ, পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির রাজ্য বিধানসভার একটি আসনের উপনির্বাচনে প্রচারে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করেছেন। অভিষেক আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ধূপগুড়িকে মহকুমায় উন্নীত করার ঘোষণা দিয়েছেন। বিজেপি বলছে, নির্বাচনের আগে এ ধরনের প্রতিশ্রুতি আচরণবিধির লঙ্ঘন।
ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন আগামীকাল মঙ্গলবার। ধূপগুড়ি আসনটি জলপাইগুড়িতে। এখানকার বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায় ২৬ জুলাই হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেলে আসনটি শূন্য হয়।
এই আসনের নির্বাচনের প্রচারে গিয়ে গত শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আগামী৩১ ডিসেম্বরের মধ্যে এই ধূপগুড়িকে মহকুমায় উন্নীত করা হবে।
এক বছর পরে হবে, দেড় বছর পরে হবে বা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপ করে জানানো হবে—বলছি না। আমি সরাসরি বলছি, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি মহকুমা হবে। এটা করে দেখাব আমি। সেই প্রস্তুতি কাঁধে নিয়ে যাচ্ছি আমি। তাই এই ধূপগুড়ির দায় আমি আজ কাঁধে নিয়ে গেলাম।’
এর আগে অবশ্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত ২৯ আগস্ট ভারতে ১৪.২ কেজি ওজনের এলপিজি গ্যাসের সিলিন্ডারের দাম ২০০ রুপি কমানোর ঘোষণা দিয়েছিলেন। সেদিন একই সঙ্গে গরিবদের জন্য দেওয়া উজ্জ্বলা প্রকল্পের গ্যাসের দামও ৪০০ রুপি কমানোর ঘোষণা দিয়েছিলেন। এই ঘোষণার পাল্টা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই দিন ঘোষণা দেন, মোদিবিরোধী ২৮ দলের জোট ‘ইন্ডিয়া’ আগামী লোকসভা নির্বাচনে জয়ী হলে রান্নার গ্যাসের দাম ৫০০ রুপি করা হবে।
আর এরপরই বিরোধীরা অভিযোগ তোলেন, অভিষেক কি রাজ্য বা কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি? কীভাবে তিনি ধূপগুড়িকে মহকুমায় উন্নীত করার ঘোষণা দিতে পারেন?
অভিষেকের ধূপগুড়িকে মহকুমা ঘোষণা করার প্রতিশ্রুতি দেওয়াকে রাজ্যের বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল বলেছে, এটা নির্বাচনী আচরণবিধি ভঙ্গের শামিল।
আর বিরোধী দল বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, ‘দিদির ভাতিজা তো এখন এই রাজ্যে সমান্তরাল প্রশাসন চালাতে চাইছে। মানুষ তা মেনে নেবে না।’
অভিষেকের এই বক্তব্যের পর গতকাল রোববার মামলা করে বিজেপি।