একপর্যায়ে বিয়ের অনুষ্ঠানস্থলে নেওয়া হয় ‘কনে’কে। হয় মালাবদল। আনুষ্ঠানিকতা শেষে পালকিতে চড়ে শ্বশুরবাড়িতে যায় কনে। এরই মধ্যে অতিথিদের খাওয়াদাওয়ার পর্বও শেষ হয়।

পোষ্য প্রাণীর প্রতি এমন ভালোবাসায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মালিকের তারিফ করেছেন। টুইটারে ভিডিওটি পোস্ট করার পর প্রায় ৭০ হাজার বার দেখা হয়েছে। হাতিন্দর সিং নামের এক ব্যক্তির পোস্ট করা ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, ‘তারা নিজেদের কুকুরের জন্য বিয়ের আয়োজন করেছিল।’

মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘খারাপ কিছু মনে হচ্ছে না, খুবই সুন্দর। আমি একজন পোষ্যের মালিক হিসেবে নিজেদের পোষ্যের প্রতি তাঁদের এমন ভালোবাসাটা উপলব্ধি করতে পারি।’ অবশ্য একজন লিখেছেন, ‘যখন আপনার পকেটে পয়সা থাকবে, যেকোনো কিছুই হতে পারে।’

অন্য একজন লিখেছেন, ‘আমি আমার বিড়ালগুলোকে এভাবে ধুমধাম করে বিয়ে দিতে চাই। কিন্তু শেষ পর্যন্ত সেগুলোকে এতে আগ্রহী রাখাটা কঠিন হবে।’ আরেকজন লিখেছেন, ‘এটা অনেক অনেক সুন্দর ঘটনা!’