বিজেপির সদর দপ্তরে বিষণ্নতার ছাপ

নরেন্দ্র মোদিছবি: রয়টার্স

ভারতে লোকসভা নির্বাচনে আজ মঙ্গলবার ভোট গণনা চলছে। গণনার প্রাথমিক পর্যায়ে প্রধান বিরোধী দল কংগ্রেসসহ ‘ইন্ডিয়া’ জোটের ভালো ফলাফলের ইঙ্গিতে ক্ষমতাসীন দল বিজেপির সদর দপ্তরে বিষণ্নতার ছাপ দেখা গেছে।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ভোট গণনা শুরু হওয়ার পর প্রথম তিন ঘণ্টায় যে ফলাফল পাওয়া গেছে, তাতে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯০টি আসনে এগিয়ে আছে। আর কংগ্রেস নেতৃত্বাধীন জোট এগিয়ে ২৩০টি আসনে। অন্যরা এগিয়ে ২৩টি আসনে।

আরও পড়ুন

কংগ্রেসের ভালো ফলাফলে বিজেপি শিবিরের উচ্ছ্বাসে খানিকটা বিবর্ণ রূপ লক্ষ করা গেলেও দলটির নেতারা বলছেন, সরকার গঠনে সুবিধাজনক অবস্থানেই রয়েছেন তাঁরা।

ভোটের ফলাফলের প্রাথমিক ধারা অনুযায়ী বিজেপিবিরোধী শিবিরের সাফল্য কংগ্রেসের অনেক কর্মীকেই বিস্মিত করেছে।

যা হোক, ফলাফল নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা ঠিক হবে না বলে রাজনীতিবিদেরা বলছেন। দুপুরের পর এ বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।

আরও পড়ুন