ভারতের সিকিম রাজ্যে অতিবৃষ্টির জেরে আকস্মিক বন্যায় অন্তত ১৪ জন বেসামরিক ব্যক্তির মৃত্যু হয়েছে। ২২ সেনাসদস্যসহ নিখোঁজ রয়েছেন অন্তত ১০২ ব্যক্তি। এ বিপর্যয়কে একটি দুর্যোগ হিসেবে ঘোষণা করেছে সিকিম সরকার।
রাজ্যে অতিবৃষ্টিতে তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, আকস্মিক বন্যায় সিকিমে ১৪টি সেতু ভেঙে গেছে। রাজ্যের বিভিন্ন অংশে তিন হাজারের বেশি পর্যটক আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।
গত মঙ্গলবার দিবাগত রাতে সিকিমে ভারী বৃষ্টি হয়। অতিবৃষ্টিতে সিকিমের উত্তরাঞ্চলের লোনাক হ্রদের পানি অনেক বেড়ে যায়। এর প্রভাব পড়ে তিস্তা নদীর ওপর।
বৃষ্টির পাশাপাশি রাজ্যের চানথাং বাঁধের অতিরিক্ত পানি ছেড়ে দিলে তিস্তা নদীর ভাটিতে পানির উচ্চতা ১৫ থেকে ২০ ফুট বেড়ে যায়।
দুর্যোগ ব্যবস্থাপনা আইনের অধীন সিকিম রাজ্য সরকার এ বিপর্যয়কে একটি দুর্যোগ হিসেবে ঘোষণা করেছে।
গতকাল বুধবার সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, নিখোঁজ ২৩ সেনাসদস্যের মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে। ফলে এখন নিখোঁজ সেনাসদস্যের সংখ্যা ২২।
অতিবৃষ্টির জেরে আকস্মিক বন্যায় বেশ কিছু মানুষ আহত হয়েছেন। ২৫ জনের বেশি আহত ব্যক্তি বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আকস্মিক বন্যায় সিকিমের বিভিন্ন এলাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাজ্যের বিভিন্ন অংশে মোবাইল নেটওয়ার্ক ও ব্রডব্যান্ড ইন্টারনেট–সংযোগ বিঘ্নিত হচ্ছে।
দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের অতিরিক্ত তিনটি প্লাটুন মোতায়েনের জন্য কেন্দ্রের কাছে অনুরোধ জানায়। রাজ্য সরকারের এ অনুরোধ অনুমোদন করেছে কেন্দ্র।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তিনি ইতিমধ্যে রাজ্যটির মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। রাজ্যের এ দুর্যোগে তাঁকে সাহায্য-সমর্থনের আশ্বাস দিয়েছেন তিনি।