সোনিয়া গান্ধীর মায়ের মৃত্যু
ভারতের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর মা পাওলা মাইনো মারা গেছেন। কংগ্রেসের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে বলে বার্তা সংস্থা এএনআই জানায়।
কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ গতকাল বুধবার এক টুইট বার্তায় জানান, সোনিয়া গান্ধীর মা পাওলা গত ২৭ আগস্ট ইতালিতে তাঁর বাড়িতে মারা যান। গত মঙ্গলবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
পাওলার বয়স নব্বইয়ের কোঠায় ছিল। তিনি বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন।
অসুস্থ মাকে দেখতে গত ২৩ আগস্ট ইতালি যান সোনিয়া গান্ধী। তাঁর সঙ্গে ছেলে রাহুল ও মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীও ছিলেন। তাঁরা পাওলার শেষকৃত্যে অংশ নিয়েছেন বলে জানা যায়।
সোনিয়া গান্ধী ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশটির বিভিন্ন দলের নেতারাও শোক-সমবেদনা জানিয়েছেন।
আগামী ১৯ অক্টোবর কংগ্রেসের সভাপতির নির্বাচন। রাহুল গান্ধী সভাপতি হতে না চাইলে এবার গান্ধী পরিবারের বাইরে নতুন কাউকে দলটির নতুন সভাপতি হিসেবে দেখা যেতে পারে।