দিল্লির বিধায়কদের বাগিয়ে সরকার ফেলতে চাইছে বিজেপি: অভিযোগ কেজরিওয়ালের

অরবিন্দ কেজরিওয়ালফাইল ছবি: এএনআই

ভারতের বিহার রাজ্যে রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল স্পষ্ট করে জানালেন, বিজেপি দিল্লিতে তাঁর সরকার ফেলতে তৎপর হয়ে উঠেছে। তারা তাঁর দল আম আদমি পার্টির (আপ) সাত বিধায়ককে কেনার চেষ্টা করছে। সে জন্য একেকজনকে ২৫ কোটি রুপির টোপ দিয়েছে।

কেজরিওয়াল কিছুদিন ধরেই বলে আসছিলেন, লোকসভা ভোটের আগে বিজেপি তাঁকে গ্রেপ্তার করবে। আবগারি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ইডি) দিয়ে বারবার তাঁকে সমন করা হচ্ছে। ওই অভিযোগের পর আজ শনিবার এই নতুন অভিযোগ আনলেন কেজরিওয়াল। সামাজিক যোগাযোগমাধ্যমে লিখলেন বিজেপির দল ভাঙানোর ছকের কথা।

কেজরিওয়াল আজ সকালে এক্স হ্যান্ডেলে হিন্দিতে একটি পোস্ট করেন। তাতে লেখেন, ‘সম্প্রতি তারা (বিজেপি) দিল্লিতে আমাদের ৭ বিধায়কের সঙ্গে যোগাযোগ করে। তাঁদের জানায়, দিন কয়েকের মধ্যেই আমরা কেজরিওয়ালকে গ্রেপ্তার করব।

তারপর দলটা ভেঙে দেব। ২১ বিধায়কের সঙ্গে কথা চলছে। অন্যদের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। তারপর আমরা দিল্লির আপ সরকার ফেলে দেব। আপনারা চলে আসুন। প্রত্যেককে ২৫ কোটি করে দেব। সেই সঙ্গে নির্বাচনের টিকিট।’

এ কথা লেখার পাশাপাশি দীর্ঘ পোস্টে কেজরিওয়াল লিখেছেন, ‘ওরা বলছে বটে ২১ জনের সঙ্গে যোগাযোগ করেছে। কিন্তু আমার খবর অনুযায়ী ওরা এখন পর্যন্ত সাতজনের সঙ্গে কথা বলেছে। তবে সবাই ওদের না বলে দিয়েছেন।’

কেজরিওয়ালের দাবি, ‘এর অর্থ হচ্ছে, ওরা আমাকে আবগারিকাণ্ডে গ্রেপ্তার করতে চাইছে না। ওদের উদ্দেশ্য আমাদের সরকার ফেলা। এটা তারই ষড়যন্ত্র। গত ৯ বছরে আমাদের সরকার ফেলে দেওয়ার অনেক ছকই ওরা কেটেছিল। কিন্তু সফল হয়নি। ঈশ্বর ও জনতা আমাদের সঙ্গ দিয়েছেন। সব বিধায়ক একজোট আছেন। এবারও বিজেপির চাল ব্যর্থ হবে।’

কেজরিওয়াল এরপর নিজের দলের গুণগান ও বিজেপির ব্যর্থতার উল্লেখ করে লিখেছেন, ‘ওরা (বিজেপি) জানে, দিল্লির মানুষর জন্য আমাদের সরকার কত কাজ করেছে। ওদের সৃষ্ট প্রতিটি বাধা টপকে সেই কাজ আমাদের করতে হয়েছে। দিল্লির জনগণ আপকে খুব ভালোবাসে। এ কারণে ভোটে আপকে ওরা হারাতে পারে না। আর তা পারে না বলেই মিথ্যা মদ (আবগারি) মামলায় আমাকে গ্রেপ্তার করে সরকার ফেলার চক্রান্ত করছে।’

দিল্লি বিধানসভার মোট আসন ৭০। ২০২০ সালের নির্বাচনে আপ জিতেছিল ৬২টি আসন, বিজেপি ৮টি।