চুলের সাজে চকলেট

চকলেটে সাজিয়েছেন চুল।
ছবি: ভিডিও থেকে

দক্ষিণ এশিয়ার দেশগুলোয় বিয়ে উপলক্ষে যত জাঁকালো আয়োজন চোখে পড়ে, তা অন্যান্য অঞ্চলে দেখা যায় না। ভারতের কথাই বলা যেতে পারে। সেখানে ধর্মীয় রীতিনীতি ও স্থানীয় সংস্কৃতি মেনে যত আয়োজন করা হয়, তা অনেকটাই চোখধাঁধানো। বর-কনে নিজেদের আলাদাভাবে উপস্থাপনের জন্য নানা কিছু করে থাকেন। এমন অনেক কাণ্ডই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। তবে সম্প্রতি এক কনের চুলের যে সাজ ভাইরাল হয়েছে, তা আগে দেখা যায়নি। খবর এনডিটিভির।

ওই কনের চুল সাজানো হয়েছে চকলেট দিয়ে। এই ভিডিও প্রকাশ করেছেন ওই কনের মেকআপ আর্টিস্ট চিত্রা। তাঁর দেওয়া ভিডিওতে দেখা যায়, কনের চুল বাঁধতে ব্যবহার করা হয়েছে নানা ব্র্যান্ডের চকলেট।

সাধারণত খোঁপা বাঁধতে ফুলের ব্যবহার দেখা যায়। কিন্তু খোঁপা বাঁধতে এমন চকলেটের ব্যবহার একেবারেই ব্যতিক্রম। এমনকি কানের দুল হিসেবে টফি ব্যবহার করা হয়েছে। আর চুলের গোড়া থেকে মাথা পর্যন্ত ব্যবহার করা হয়েছে চকলেট। ভিডিওতে দেখা যায়, খোঁপা যেভাবে ফুল দিয়ে বাঁধা হয়, ঠিক সেভাবেই বাঁধা হয়েছে। তবে ফুলের বদলে ব্যবহার করা হয়েছে চকলেট। টিকলির বদলেও ব্যবহার করা হয়েছে চকলেটজাতীয় মিষ্টান্ন। গলার হারের বদলে ব্যবহার করা হয়েছে চকলেটের মালা।

অনেকেই এই ভিডিও শেয়ার করে লিখেছেন, চকলেট পছন্দ করেন, এমন নারীদের এই ভিডিও দেখাতে পারেন।

মেকআপ আর্টিস্ট চিত্রা দীর্ঘদিন ধরেই এই পেশায় রয়েছেন। সৌন্দর্যবর্ধনে বিভিন্ন ধরনের পরামর্শও দিয়ে থাকেন তিনি। তাঁর এই ভিডিও বেশ সাড়া ফেলেছে। এতে দুই লাখের বেশি লাইক পড়েছে। ৬০ লাখের বেশি মানুষ ভিডিওটি দেখেছেন। অনেকেই এমন সাজের ক্ষেত্রে মজা করে সতর্কবার্তাও দিয়েছেন। একজন লিখেছেন, এমন সাজে কনেকে শিশুদের কাছ থেকে দূরে থাকতে হবে। নয়তো সব চকলেট খেতে গিয়ে তারা চুল নষ্ট করে ফেলবে।

একজন লিখেছেন, ‘আমার শুধু একটাই জানার ইচ্ছা, এমন সাজ কেন?’ আরেকজন লিখেছেন, শিশুদের থেকে নিরাপদ থাকুন, এ ছাড়া সবকিছু সুন্দরই হয়েছে।