হাইকোর্টে স্বস্তি পেলেন না কেজরিওয়াল

আবগারি মামলায় ২ এপ্রিলের মধ্যে ইডিকে আদালতে জবাব দিতে হবে। ৩ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি হবে।

অরবিন্দ কেজরিওয়ালএএফপি ফাইল ছবি

আবগারি (মদ) কেলেঙ্কারি মামলায় দিল্লি হাইকোর্টে স্বস্তি পেলেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আজ বুধবার সন্ধ্যায় বিচারপতি স্বর্ণকান্তা শর্মা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ইডি) নোটিশ জারি করে বলেন, গ্রেপ্তারি চ্যালেঞ্জ ও অন্তর্বর্তীকালীন জামিনের জন্য কেজরিওয়াল যে আবেদন জানিয়েছেন, ২ এপ্রিলের মধ্যে ইডিকে তার জবাব দিতে হবে। পরদিন ৩ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি হবে।

ইডির পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু বলেন, আবেদনের কপি তাঁরা অনেক দেরিতে পেয়েছেন। তা খতিয়ে দেখে জবাব দেওয়ার জন্য সময় দরকার। সেই সময় তাঁদের ধার্য করা হোক। কেজরিওয়ালের আইনজীবী অভিষেক মনু সিংভি এর বিরোধিতা করে বলেন, ইডির জবাবের কোনো প্রয়োজনই নেই। কেজরিওয়াল একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী। নির্বাচনেরও ঘোষণা হয়ে গেছে। নির্বাচন কমিশন সবার জন্য সমান সুযোগ দেওয়ার কথা বারবার বলেছে। অথচ নির্বাচন ঘোষণা হওয়ার পর ইডি কেজরিওয়ালকে গ্রেপ্তার করে নির্বাচন কমিশনের নীতির বিরোধী কাজ করেছে।

বিচারপতি তাঁর রায়ে বলেন, কেজরিওয়ালকে গ্রেপ্তারের বিরোধিতা ও তাঁর জামিনের দাবিতে আবেদনে অনেকগুলো বিষয়ের অবতারণা করা হয়েছে। আইনগত প্রশ্ন তোলা হয়েছে। ইডির সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলা হয়েছে। ইডির মতামত না জেনে এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায় না। সেটা অন্যায় হবে।

আবেদন খারিজ হওয়ায় কেজরিওয়ালকে আগামীকাল বৃহস্পতিবারের দিকে তাকিয়ে থাকতে হবে। আজ নিম্ন আদালতে হাজির হওয়ার দিন। ওই আদালতই তাঁকে ২৮ তারিখ পর্যন্ত ইডি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

কেজরিওয়ালের স্ত্রী সুনীতা বুধবার এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি বলেন, বৃহস্পতিবার নিম্ন আদালতে মুখ্যমন্ত্রী জানিয়ে দেবেন তথাকথিত মদ কেলেঙ্কারির টাকা কোথায় কাদের কাছে গেছে।

সুনীতা বলেন, গতকাল মঙ্গলবার তিনি ইডি হেফাজতে গিয়েছিলেন স্বামীর সঙ্গে দেখা করতে। সেখানে গিয়ে জানতে পারলেন, কেজরিওয়ালের বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়েছে। গত রোববার তিনি দিল্লির কোনো কোনো এলাকায় খাওয়ার পানির সংকট ও নিকাশি সমস্যার সুরাহা করার নির্দেশ দিয়েছিলেন মন্ত্রী আতিশীকে। সেই কারণেও তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। সুনীতার প্রশ্ন, ওরা কি দিল্লিকে ধ্বংস করতে চায়? ওরা কি চায়, দিল্লির মানুষজন কষ্টে থাকুক? তিনি বলেন, এ জন্য কেজরিওয়াল আরও কষ্টে রয়েছেন।

মদ কেলেঙ্কারির টাকা কোথায় কার কাছে গিয়েছে, কেজরিওয়াল তা জানাবেন জানিয়ে সুনীতা বলেন, ‘ইডি গত দুই বছরে ২৫০টির বেশি তল্লাশি অভিযান চালিয়েছে। মনীশ সিসোদিয়া, সঞ্জয় সিং, সত্যেন্দ্র জৈনের বাড়িতে তল্লাশি করেছে। কোথাও তথাকথিত মদ কেলেঙ্কারির একটা টাকাও পায়নি। আমাদের বাড়িতে মাত্র ৭৩ হাজার টাকা পেয়েছে। তাহলে কোথায় গেল তথাকথিত মদ কেলেঙ্কারির টাকা? অরবিন্দ জানিয়েছেন, এই রহস্যের সমাধান তিনি কাল ২৮ মার্চ, কোর্টে করবেন। দেশবাসীকে জানিয়ে দেবেন, এই তথাকথিত দুর্নীতির টাকা কোথায় আছে। এর প্রমাণও তিনি দেবেন বলেছেন।’

সুনীতা বলেন, অরবিন্দ কেজরিওয়াল একজন দেশভক্ত, সাহসী ও সৎ নেতা। তিনি বলেছেন, ‘আমার শরীর জেলে রয়েছে, কিন্তু আমার আত্মা রয়েছে আপনাদের মধ্যে। চোখ বন্ধ করলে আমার উপস্থিতি উপলব্ধি করতে পারবেন।’

আপ সংসদ সদস্য ও বিধায়ক বিজেপিতে

পাঞ্জাবের জলন্ধর লোকসভা কেন্দ্র থেকে জয়ী আম আদমি পার্টির সুশীল কুমার রিংকু ও জলন্ধর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক শীতল অঙ্গুরাল গতকাল মঙ্গলবার বিজেপিতে যোগ দিয়েছেন। দিল্লিতে বিজেপির সদর দপ্তরে এসে তাঁরা এই সিদ্ধান্তের কথা জানান। গত মঙ্গলবার লুধিয়ানার কংগ্রেস সংসদ সদস্য রভনীত সিং বিট্টুও বিজেপিতে যোগ দেন। বিট্টুর দাদা বিয়ন্ত সিং ছিলেন পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় সন্ত্রাসবাদীদের গুলিতে বিয়ন্ত সিং প্রাণ হারিয়েছিলেন। পাঞ্জাবের মোট লোকসভা আসন ১৩। আগামী ১ জুন সেখানে ভোট।