ভারতের মহারাষ্ট্রে বাসে আগুন লেগে নিহত ১০

ভারতের মহারাষ্ট্রের নাশিক এলাকায় একটি বাসে আগুন লেগে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৮ জন। আজ শনিবার ভোরে বাসটিতে আগুন ধরে যায়। খবর এনডিটিভির
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, আজ ভোর ৫টা ১৫ মিনিটের দিকে নাশিকের আওরঙ্গবাদ সড়কে একটি ট্রাকের সঙ্গে বাসটির ধাক্কা লাগে। এর পরপরই বাসটিতে আগুন ধরে যায়।

নাশিক পুলিশের উপকমিশনার আমোল তাম্বে বলেন, দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, ফায়ার সার্ভিসের কর্মীরা বাসটির আগুন নেভানোর চেষ্টা করছেন।