হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং

সুখবিন্দর সিং
ছবি : এএনআই

হিমাচল প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন সুখবিন্দর সিং সুখু। কাল রোববার বেলা ১১টায় চারবারের এই বিধায়ক মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। উপমুখ্যমন্ত্রী হবেন পাঁচবারের বিধায়ক মুকেশ অগ্নিহোত্রী। হিমাচল প্রদেশের দায়িত্বপ্রাপ্ত এআইসিসির পর্যবেক্ষক ও ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল শনিবার সন্ধ্যায় দলীয় এই সিদ্ধান্তের কথা জানান। এএনআই জানাচ্ছে, শপথ গ্রহণ অনুষ্ঠান হবে রোববার বেলা ১১টায়।

হিমাচল প্রদেশে বিজেপিকে হারিয়ে কংগ্রেস ক্ষমতা দখলের পর থেকেই মুখ্যমন্ত্রিত্ব নিয়ে শুরু হয় বিভিন্ন গোষ্ঠীর দাবি। মুখ্যমন্ত্রিত্ব পেতে প্রকাশ্যেই দাবি জানাতে থাকেন সাবেক মুখ্যমন্ত্রী প্রয়াত বীরভদ্র সিংয়ের স্ত্রী প্রতিভা সিং। স্বামীর মৃত্যুর পর মান্ডি উপনির্বাচনে জিতে তিনি দলের সাংসদ। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই তিনি বলতে শুরু করেন, কংগ্রেস ভোট চেয়েছে প্রয়াত মুখ্যমন্ত্রীর নামে। মুখ্যমন্ত্রিত্ব বাছার সময় তাঁর পরিবারের দাবি উপেক্ষিত হলে সেটা হবে ঘোরতর অন্যায়। প্রতিভার সমর্থকেরা গত শুক্রবার রাজ্যের দায়িত্বে থাকা তিন পর্যবেক্ষকের গাড়ি ঘিরে বিক্ষোভও দেখান।

শনিবার সারা দিন রাজ্যের নতুন বিধায়কদের সঙ্গে আলোচনা করেন এআইসিসির দায়িত্বপ্রাপ্ত তিন নেতা ভূপেশ বাঘেল, হরিয়ানার সাবেক মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা ও সাবেক সাংসদ রাজীব শুক্লা। পরিষদীয় দলের সদস্যদের সঙ্গে আলোচনার পর সন্ধ্যায় দলের সিদ্ধান্তের কথা জানিয়ে বাঘেল বলেন, এআইসিসি এই সিদ্ধান্ত অনুমোদন করেছে। দলীয় সূত্রের খবর, নির্বাচিত ৪০ সদস্যের মধ্যে ২৫ জনই সুখবিন্দর সিংকে মুখ্যমন্ত্রী হিসেবে পছন্দ করেছেন। তিনি সমর্থন পেয়েছেন পরিষদীয় নেতা মুকেশ অগ্নিহোত্রীরও। সিদ্ধান্ত ঘোষণার পর সুখবিন্দর সিং বলেন, তাঁদের লক্ষ্য দলকে আরও শক্তিশালী করে গড়ে তোলা।

কংগ্রেসের দাবি, নির্বাচিত তিন স্বতন্ত্র প্রার্থী কংগ্রেস সরকারকে সমর্থন জানানোর সিদ্ধান্ত নিয়েছেন। ওই ৩ জনের সমর্থন পেলে ৬৮ সদস্যের বিধানসভায় সরকারের শক্তি হবে ৪৩, বিরোধী বিজেপির ২৫।