সাজানো ডেটিংয়ে সফল প্রেমের দেখা

প্রতীকী ছবি: রয়টার্স

আকাঙ্ক্ষা (ছদ্মনাম) ডেটিংয়ে গিয়ে কারও সামনে মুখোমুখি বসতেই উদ্বিগ্ন হয়ে পড়েন। ২৬ বছর বয়সী এই তরুণী সামনের মানুষটির সঙ্গে চোখাচোখি হওয়া এড়াতে টেবিলের খাবার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। মানসিকভাবে বেশ ভয় পেয়ে যান। নিজেকে স্থির রাখতে টেবিলের নিচে নিজে নিজের হাত চেপে ধরে রাখেন। সামনের মানুষটি যাতে কিছু বুঝতে না পারেন, তাই গভীর শ্বাস নিতে থাকেন।

আকাঙ্ক্ষার সঙ্গে যিনি ডেট করতে এসেছেন, তিনি আসলে প্রকৃত লোক নন। অন্য কেউ একজন তাঁকে ডেটিংয়ে প্রক্সি দিতে পাঠিয়েছেন। তাঁর কাজ ছিল আকাঙ্ক্ষার আচার-আচরণ পর্যবেক্ষণ করে মূল ব্যক্তিকে জানানো। এতে আকাঙ্ক্ষার সঙ্গে কোনো সম্পর্কের দিকে এগোবেন কি না, সে সিদ্ধান্ত নিতে মূল ব্যক্তির সহজ হবে।

আকাঙ্ক্ষা বলেন, প্রায় তিন মাস আগে তিনি ডেটিং, রিলেশনশিপ ও ইন্টিমেসি বিষয়ে অনলাইন কোচিং সার্ভিস ইন্টিমেসি কিউরেটরের কাছ থেকে এ রকম একটি ডেটিং (ডেটিং সারোগেসি) করার প্রস্তাব পেয়েছিলেন।

ভারতে গত কয়েক বছরে এ ধরনের বেশ কিছু প্রতিষ্ঠান বা অ্যাপ চালু হয়েছে। এসবের মধ্যে ডেটিং অ্যাক্সিলারেটর ও হ্যাভইউমেটাইওরেসেলফ উল্লেখযোগ্য। এসব প্রতিষ্ঠান বা অ্যাপ কারও সঙ্গে সম্পর্ক তৈরি এবং বোঝাপড়ার বিষয়ে নানা ইঙ্গিত দিয়ে থাকে। যদিও অধিকাংশ ভারতীয় এখনো পারিবারিক বিয়েতেই আস্থা রাখেন এবং বিয়ের আগে যৌনতাকে নিষিদ্ধ বিষয় হিসেবে বিবেচনা করেন। এই প্রতিষ্ঠানগুলো তাদের গ্রাহকদের ডেট করা ও প্রেমে পড়ার নতুন উপায় শেখায়।

এসব প্রতিষ্ঠান বা অ্যাপ ব্যবহারকারীদের অধিকাংশই বড় শহরে থাকেন এবং বৈশ্বিক ট্রেন্ডকে অনুসরণ করেন। তবে বয়স ও চাহিদা অনুযায়ী তা ভিন্ন ভিন্ন হয়। কেউ কেউ আকাঙ্ক্ষার মতো ডেটিংয়ের ক্ষেত্রে যাবতীয় নিষেধের বেড়াজাল ভাঙতে চান, আবার কেউ কেউ সম্পর্কের পুরোনো নিয়মগুলো আবারও শেখার চেষ্টা করন।

ডেটিং প্রতিষ্ঠান বা অ্যাপ কারও সঙ্গে সম্পর্ক তৈরি এবং বোঝাপড়ার বিষয়ে নানা ইঙ্গিত দিয়ে থাকে।
ছবি: ইন্টিমেসি কিউরেটরের ফেসবুক পেজ থেকে নেওয়া

ইন্টিমেসি কিউরেটর অ্যাপে যাঁরা ডেটিং সারোগেসি প্যাকেজের জন্য সাইনআপ করেন, তাঁদের এই প্যাকেজের জন্য ১২ থেকে ৮০ হাজার রুপি ফি দিতে হয়। ডেটিং কোচ অনলাইনে তাঁদের নানা টিপস দিয়ে থাকেন। তাঁরা কেন ডেট করতে চান এবং সম্ভাব্য সঙ্গী বা সঙ্গীনীর মাঝে মূলত তাঁরা কী খোঁজেন-ব্যবহারকারীরা মূলত এসব প্রশ্নের উত্তর খুঁজতে চান। এরপর তাঁদের জন্য একজন ডেটিং সারোগেট নিযুক্ত করা হয়, যাঁরা তাঁদের প্রশিক্ষণ দেন।

আকাঙ্ক্ষা বলেন, ‘এখানকার অভিজ্ঞতা আমাকে ডেটে সাবলীল ও স্বাচ্ছন্দ্য থাকতে সাহায্য করেছে।’

আকাঙ্ক্ষা বলেন, ডেটিং করতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হতেন তিনি। নারীদের সঙ্গে ডেট করা অনেক কঠিন। কারণ, সিসজেন্ডার (ট্রান্সজেন্ডার নন) ও বিষমকামীদের সঙ্গে কীভাবে ডেট করবেন, শিষ্টাচারই–বা কেমন, তা তাঁর জানা ছিল না। এসব তিনি কোচিংয়ে জেনেছেন। শুরুতে যখন তিনি ডেটিংয়ে যেতেন তখন কে দরজা খুলে দেবেন, অন্যের চেয়ার টেনে বসা উচিত কি না, এসব প্রশ্নে বিভ্রান্ত হয়ে পড়তেন।

এসব প্রতিষ্ঠান বা অ্যাপ ব্যবহারকারীদের অধিকাংশই বড় শহরে থাকেন এবং বৈশ্বিক ট্রেন্ডকে অনুসরণ করেন। তবে বয়স ও চাহিদা অনুযায়ী তা ভিন্ন ভিন্ন হয়।

‘নারী হিসেবে আমি জানি যে কারও প্রশংসা আমাকে কখনো কখনো আপ্লুত করতে পারে। কিন্তু আমি তা না চেয়ে কেবল নিজের আগ্রহের কথা প্রকাশ করতে চাইতাম’, বলছিলেন আকাঙ্ক্ষা।

ডেটিং কোচ সিমরান মংহারাম বলেন, ‘যৌনতা, ডেটিং ও সম্পর্কের ব্যাপারে আকাঙ্ক্ষার মতো মানুষের দৃষ্টিভঙ্গি অনেক বাস্তবসম্মত। পুরোনো ধারণা, কেবল জীবনসঙ্গী খুঁজে পাওয়ার পরিবর্তে তাঁরা নিজেদের চাহিদা ও জীবনযাপনের পছন্দের ওপর ভিত্তি করে ডেটিংয়ে সঙ্গী খুঁজে নিচ্ছেন।’

আকাঙ্ক্ষাকে নারীদের সঙ্গে ডেটিংয়ে সাবলীল রাখতে ইন্টিমেসি কিউরেটরের প্রতিষ্ঠাতা আইলি সেগেট্টি তিনবার গিয়েছিলেন। তিনি আকাঙ্ক্ষার বন্ধু হিসেবে একবার আর্ট গ্যালারি, একবার বাইরে হাঁটতে গিয়ে ও একবার নৈশভোজে সঙ্গ দিয়েছিলেন। এসব ডেটিংয়ে শরীরী ভাষা কেমন হবে, উদ্বিগ্নতা কীভাবে কাটাবেন এবং সাজসজ্জার বিষয়ে পরামর্শ দিতেন।

প্রতীকী ছবি: রয়টার্স

আকাঙ্ক্ষা বলেন, কারও পাশে হাত রাখা বা চুম্বন করতে পারবেন কি না, কাউকে এসব প্রশ্ন করাটা খুব ভীতিকর ও বিশ্রী ব্যাপার। কিন্তু এই সাজানো ডেটিং তাঁকে এসব প্রশ্নের উত্তর খুঁজে পেতে সাহায্য করেছে। এর পর থেকে তিনি অনেক সফল ডেটিং করেছেন বলে জানিয়েছেন।

বর্তমান সময় শরীরী ভাষার পাশাপাশি ডেটিংয়ে নতুন নতুন শব্দও যোগ হয়েছে। মুম্বাইয়ের ৪০ বছর বয়সী রাজীব (ছদ্মনাম) শেষবার ডেটিংয়ে গিয়েছিলেন ২০১২ সালে। এরপর গত বছর যখন তিনি আবারও ডেটিংয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, তখন এমন অনেক বিষয়ের মুখোমুখি তিনি হয়েছিলেন, যে বিষয়ে তাঁর কোনো ধারণা ছিল না। এর মধ্যে দুটি শব্দ ‘ঘোস্টিং’ ও ‘ড্রাই ডেটিং’ সম্পর্কে কিছু জানা ছিল না।

সাজানো ডেটিং আপনাকে দক্ষ প্রেমিক হতে সহায়তা করবে না। এটা আপনার নিজেকে আরও ভালোভাবে বুঝতে সহায়তা করবে। নিজেকে আরও ভালোভাবে প্রকাশ করতে সহায়তা করবে। সবশেষে যেকোনো ঘনিষ্ঠতার জন্য দুর্বলতা অপরিহার্য।
আইলি সেগেট্টি, ইন্টিমেসি কিউরেটরের প্রতিষ্ঠাতা

রাজীব বলেন, তিনি সব সময় নারীদের সঙ্গে যোগাযোগ করা কঠিন বলে মনে করেছিলেন। শৈশবের অভিজ্ঞতা ও নিপীড়নের কারণে মানুষকে বিশ্বাস করা এবং ডেটিংয়ে গিয়ে নিজের সম্পর্কে কিছু বলা নিয়ে তিনি বেশ সমস্যায় পড়তেন। নতুন করে ডেটিংয়ে রূপ পরিবর্তন তাঁর অস্বস্তি আরও বাড়িয়ে দিয়েছে। তবে সারোগেট ডেটিংয়ের সাহায্য নিয়ে রাজীব এখন বাইরে নারীদের সঙ্গে কথা বলা বা উভয়ের সম্মতিতে শারীরিক ঘনিষ্ঠতার অনুশীলন করতে শিখেছিলেন।

প্রেমের ক্ষেত্রে ‘প্রত্যাখ্যান’ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে কোচিংয়ে রাজীবকে ডেটিং প্রত্যাখ্যান করা ও তিনি প্রত্যাখ্যাত হলে কীভাবে সামাল দিতে হবে, প্রক্সি ডেটিংয়ের মাধ্যমে তা শেখানো হয়েছিল।

রাজীব বলেন, ‘ডেটিংয়ের ভীতিকর বিষয় হলো প্রত্যাখ্যান। কিন্তু যেটা আমার জন্য নয়, তা আমি মেনে নিতে শিখে গেছি। একইভাবে অন্যের সিদ্ধান্তকেও সম্মান করা শিখেছি।’

ডেটিংয়ের শিষ্টাচার জানা জরুরি।
ফাইল ছবি: এএফপি

আইলি সেগেট্টি বলেন, তাঁর কাজের উদ্দেশ্য কারও প্রেম গড়ে দেওয়া নয়। বরং তাঁদের নিজের ভেতর যাত্রা করতে সহায়তা করা।

আইলি আরও বলেন, সাজানো ডেটিং আপনাকে দক্ষ প্রেমিক হতে সহায়তা করবে না। এটা আপনার নিজেকে আরও ভালোভাবে বুঝতে সহায়তা করবে। নিজেকে আরও ভালোভাবে প্রকাশ করতে সহায়তা করবে। সবশেষে যেকোনো ঘনিষ্ঠতার জন্য দুর্বলতা অপরিহার্য।