কাশ্মীর স্বাভাবিক বলে মোদির দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন ফারুক আবদুল্লাহ

ন্যাশনাল কনফারেন্স প্রার্থীর নির্বাচনী প্রচারে ফারুক আবদুল্লাহ (বাঁয়ে) ও ছেলে ওমর আবদুল্লাহ। শ্রীনগর, ১০ মেছবি: এএনআই

ভারতের লোকসভা নির্বাচনে চতুর্থ ভোটের মধ্যে জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আজ সোমবার অভিযোগ করেছেন, ভোটের আগে দুই দিন ধরে তাঁর দলের নেতা–কর্মীদের ধরপাকড় করা হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মীর স্বাভাবিক রয়েছে বলে যে দাবি করছেন, তা নিয়ে প্রশ্ন তোলেন জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আইন প্রয়োগকারী সংস্থার লোকজন দুই দিন ধরে তাঁর দলের নেতা–কর্মীদের ধরপাকড় করছেন।

লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট চলাকালে আজ সোমবার ফারুক আবদুল্লাহ এই অভিযোগ তুললেন। ছেলে ওমর আবদুল্লাহকে সঙ্গে ভোট দেওয়ার পর ফারুক আবদুল্লাহ সাংবাদিকদের কাছে জম্মু ও কাশ্মীর স্বাভাবিক রয়েছে বলে নরেন্দ্র মোদির দাবি নিয়ে প্রশ্ন তোলেন।

ফারুক আবদুল্লাহ বলেন, ‘এটি খুবই দুঃখজনক যে কাশ্মীরে কোনো সহিংসতা নেই এবং সবকিছু স্বাভাবিক রয়েছে বলে তাঁরা দাবি করছেন। তবে আমি বলতে চাই, দুই দিন ধরে আমাদের দলের নেতা–কর্মীদের ধরপাকড় করা হচ্ছে। অথচ তাঁরা বলছেন, নির্বাচন শান্তিপূর্ণ ও মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।’

জম্মু–কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী বলেন, পরিস্থিতি যদি স্বাভাবিকই থাকে, তাহলে তাঁর দলের নেতা–কর্মীদের কেন আটক করা হচ্ছে।

ফারুক আবদুল্লাহ বলেন, ‘আমি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাই, কেন আমাদের নেতা–কর্মীদের ধরপাকড় করা হচ্ছে। তারা কি হারের ভয়ে ভীত? তারা পরাজিত হবে।’

ফারুক আবদুল্লাহর ছেলে ওমর আবদুল্লাহ দাবি করেন, প্রশাসন নির্বাচন প্রক্রিয়াকে কলুষিত করতে চায়।