ব্যায়াম করতে গিয়ে চোট, মমতার কপালে চার সেলাই

কপালে চোট নিয়ে হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায়ছবি: সংগৃহীত

ব্যায়াম করতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় চোট পাওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর কপালে চারটি সেলাই করা হয়েছে। অবশ্য রাতেই হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তৃণমূল কংগ্রেসের প্রধান।

কলকাতার কালীঘাটের বাসভবনে ব্যায়াম করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় পড়ে আহত হলে তাঁকে কলকাতার পিজি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে রাতেই হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাড়িতে ফেরেন তিনি। তবে তাঁকে বাসায় বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে, ট্রেডমিল করার সময় হঠাৎ পড়ে মমতার কপাল ফেটে রক্ত বের হয়। সঙ্গে সঙ্গে নেওয়া হয় পিজি হাসপাতালে। হাসপাতালে উড বার্ন ওয়ার্ডের সাড়ে ১২ নম্বর কেবিনে ভর্তি হন মমতা। তাঁর সিটি স্ক্যান করা হয়। গঠন করা হয় ৮ চিকিৎসকের মেডিকেল বোর্ড।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনায় বার্তা পাঠিয়েছেন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। এ ছাড়া বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মগুমদার, কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীসহ তৃণমূল নেতা-কর্মী থেকে কলকাতার বিশিষ্টজনেরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

আরও পড়ুন