চাঁদে সফলভাবে অবতরণ করেছে ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩। বুধবার ভারতের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চন্দ্রযান-৩–এর ল্যান্ডার ‘বিক্রম’ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে। এই অর্জনে গোটা ভারত আনন্দে ভাসছে। এতে যোগ দিয়েছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাও।

২০১৯ সালে দোরগোড়ায় পৌঁছালেও চাঁদের মাটি স্পর্শ করতে পারেনি ভারতের মহাকাশযান। তবে এবার প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে চন্দ্রযান–৩।

কলকাতার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভারতের চন্দ্রাভিযান সরাসরি দেখানো হয়। কলকাতা, ভারত, ২৩ আগস্ট
ছবি: ভাস্কর মুখার্জি

চন্দ্রযান-৩ কি সফলভাবে অবতরণ করতে পারবে, সেই খবর জানতে বুধবার সন্ধ্যায় কলকাতার সবার চোখ ছিল টেলিভিশনের পর্দায়। সফল অবতরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সারা দেশের মতো আনন্দ–উচ্ছ্বাসে মেতে ওঠে কলকাতাও।

কলকাতার সায়েন্স সিটি, আইসিসিআরসহ শহরের বিভিন্ন ক্লাব ও সংগঠন বড় পর্দায় চন্দ্রযানের অবতরণের দৃশ্য সরাসরি দেখানোর ব্যবস্থা করে। অবতরণের দৃশ্য দেখে মানুষ আনন্দে মেতে ওঠে। রাজ্যের সর্বত্র একই ছবি দেখা যায়। খুশিতে বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করা হয়।

সাধারণ মানুষের পাশাপাশি সীমান্ত এলাকায় দায়িত্বরত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরাও আনন্দে মেতে ওঠেন। বেনাপোল-হরিদাসপুর সীমান্তেও এই দৃশ্য দেখা গেছে। সবার কণ্ঠে ভেসে আসে ‘জয় হো’ ধ্বনি। এ সময় লোকজনকে মিষ্টি বিলাতে দেখা গেছে।

আরও পড়ুন

চন্দ্রাভিযানে ইতিহাস গড়ল ভারত