কলকাতার গার্ডেন রিচে নির্মাণাধীন বাড়ি ভেঙে নিহত ৭
কলকাতার গার্ডেন রিচ এলাকায় একটি ৬ তলার নির্মাণাধীন বাড়ি ভেঙে পড়ে ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৪ জন। তাঁরা বিভিন্ন হাসপাতাল ও নার্সিংহোমে চিকিৎসাধীন।
গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে কলকাতার গার্ডেন রিচ এলাকায় নির্মীয়মাণ ৬ তলার একটি বাড়ি হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এই বাড়ির পাশে ছিল বস্তি। সেই বস্তির ওপর ভেঙে পড়ে বাড়িটি। কলকাতা পৌর করপোরেশনের ১৩৪ নম্বর ওয়ার্ডে বেআইনিভাবে নির্মিত হচ্ছিল বাড়িটি।
এলাকাবাসীর অভিযোগ, পুকুর ভরাট করে এখানে তৈরি হচ্ছিল এই বহুতল ভবন। ওয়ার্ডটি কলকাতা পৌর করপোরেশনের মেয়র ফিরহাদ হাকিমের এলাকা। ঘটনার পর এলাকাবাসী দাবি তুলেছেন স্থানীয় কাউন্সিলরসহ নির্মাণের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করার।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ভবনটি বেআইনিভাবে নির্মিত হচ্ছিল। তিনি অবিলম্বে এই নির্মাণের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন।
মেয়রও বলেছেন, ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
নিহত সাত ব্যক্তির মধ্যে পাঁচজনের নাম জানা গেছে। তাঁরা হলেন আকবর আলী (৩৪), রেজওয়ান আলম (২৮), মহম্মদ ওয়াসিক (১৯), হাসিনা খাতুন (৫৫) ও আবদুস সামাদ (৪৪)। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় কাউন্সিলর শামস ইকবাল এই নির্মাণকাজের সঙ্গে যুক্ত।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দুর্ঘটনাস্থলের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসাধীন ১৪ জনের চিকিৎসার জন্য ১০ জন চিকিৎসকের একটি দল পাঠানো হয়েছে। চিকিৎসক দল আহত ব্যক্তিদের দেখে ইতিমধ্যে আহত তিনজনকে পিজি হাসপাতালে পাঠিয়েছেন উন্নত চিকিৎসার জন্য।
পুলিশ বলেছে, এখনো চারজন ধ্বংসস্তূপের মধ্যে আটকে আছেন। তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে। উদ্ধারকাজে যোগ দিয়েছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা দলসহ ফায়ার ব্রিগেডের সদস্যরা।