নীতীশ-মমতারা আসবেন না, তাই ‘ইন্ডিয়া’র বৈঠক পেছাল

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিহারের নীতীশ কুমার ও সোনিয়া গান্ধী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিহারের নীতীশ কুমার, উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন থাকতে পারবেন না বলে ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক পিছিয়ে দিল কংগ্রেস। আজ মঙ্গলবার দুপুরে দলীয় সূত্রে জানা যায়, আগামীকাল বুধবার বাবরি মসজিদ ধ্বংসের দিন ওই বৈঠক বসছে না। তা পিছিয়ে দেওয়া হচ্ছে। পরবর্তী বৈঠক ১৮ ডিসেম্বর হতে পারে যদিও সবার সঙ্গে কথা বলে দিন স্থির করা হবে।

৩ ডিসেম্বর চার রাজ্যের ভোট গণনা চলাকালীন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক ডাকার কথা ঘোষণা করেছিলেন। ৬ ডিসেম্বর দুপুরে দিল্লিতে খাড়গের বাসভবনে তা হওয়ার কথা ছিল। কিন্তু একে একে বড় নেতারা না আসার কথা জানাতে থাকেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল সোমবারই জানিয়ে দেন, ওই দিন তিনি দিল্লি যেতে পারবেন না। কারণ, তিনি উত্তরবঙ্গ সফর করবেন। এক সপ্তাহের সেই কর্মসূচি আগেই ঠিক করা হয়েছে।

আজ জেডিইউ নেতা নীতীশ কুমার ও সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও জানিয়ে দেন তাঁরা বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না। তবে তাঁদের বদলে অন্য নেতারা যাবেন। নীতীশের দলের প্রতিনিধি হিসেবে থাকবেন রাজীব রঞ্জন ও সঞ্জয় ঝা, অখিলেশের বদলে হাজির হবেন তাঁর কাকা ও রাজ্যসভার সদস্য রামগোপাল যাদব। তৃণমূল কংগ্রেস অবশ্য জানায়নি বৈঠক হলে দলের পক্ষে কে হাজির হবেন।

আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিনও জানান, সামুদ্রিক ঘূর্ণিঝড় ‘মিগজাউম’–এর তাণ্ডবে সৃষ্ট বন্যা পরিস্থিতির মোকাবিলার জন্য তাঁর পক্ষে দিল্লি আসা সম্ভব নয়। তিনি উদ্ধার ও ত্রাণের কাজে ব্যস্ত। চার শীর্ষ নেতার অনুপস্থিতির দরুন কংগ্রেস সভাপতি বৈঠক পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।

কংগ্রেস সূত্রের খবর, দলের শীর্ষ নেতৃত্ব চায় না বৈঠকে গুরুত্বপূর্ণ নেতারা অনুপস্থিত থাকুন। তাতে বৈঠক ফলপ্রসূ হবে না। সেই কারণে বৈঠক পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত।

চার রাজ্যে কংগ্রেসের বিপর্যয়ের দরুন ‘ইন্ডিয়া’ জোটের শরিকেরা হতাশ। কিছুটা ক্ষুব্ধও। কারণ, রাজস্থান, মধ্য প্রদেশ, ছত্তিশগড় ও তেলেঙ্গানায় ‘ইন্ডিয়া’ শরিকদের সঙ্গে আসন সমঝোতায় কংগ্রেস রাজি হয়নি। মধ্য প্রদেশে এ নিয়ে অখিলেশের সঙ্গে কংগ্রেস নেতা কমলনাথের মন–কষাকষিও হয়। আলোচনা সত্ত্বেও কংগ্রেস বাড়তি আসন ছাড়তে চায়নি। কমলনাথকে ‘অখিলেশ-টখিলেশ’ জাতীয় মন্তব্যও করতে শোনা গেছে। কংগ্রেসের ভরাডুবির পর অন্য শরিকেরা এখন তাঁকে চাপে রাখতে চাইছে, যাতে নিজেদের রাজ্যে কংগ্রেসকে বাড়তি আসন ছাড়তে না হয়।

বিজেপি অবশ্য কটাক্ষ করতে ছাড়ছে না। পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার আজ বলেন, ‘মমতা বৈঠকে থাকবেন না; কারণ, তিনি বুঝে গেছেন ‘ইন্ডিয়া’ জোটের কোনো ভবিষ্যৎই নেই।’

বিজেপির সাবেক রাজ্য সভাপতি ও সংসদ সদস্য দিলীপ ঘোষ আবার জানতে চান নীতীশ কুমার কোথায়? তিনি বলেন, ‘এটা ওদের অভ্যন্তরীণ বিষয়। তবে জোটটাই–বা কোথায়? কয়েকজন নেতা তিন দিন একসঙ্গে বসে চা খেলেন ও জোট তৈরি হয়ে গেল! নেতৃত্ব নিলেন নীতীশ কুমার। তিনি এখন কোথায়? মমতাও দুই দিন গিয়ে বুঝলেন কিছুই হওয়ার নয়। তাই ভাইপোকে পাঠিয়ে দিলেন! মাঝের থেকে জনগণ বিভ্রান্ত।’