কর্ণাটকে বিজেপির ক্যাম্প অফিসে সাপ, উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীও

২২৪ সদস্যবিশিষ্ট কর্ণাটক বিধানসভায় গত ১০ মে নির্বাচন অনুষ্ঠিত হয়
ছবি: এএনআই ফাইল ছবি

ভারতের কর্ণাটক রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোটগণনা চলছে। চূড়ান্ত ফল ঘোষণা না হলেও এখন পর্যন্ত জয়ের পথে এগিয়ে আছে কংগ্রেস। এর মধ্যেই রাজ্যটির শিগগাঁও আসনে একটি উদ্ভট ঘটনা ঘটেছে। রাজ্যের ক্ষমতাসীন দল বিজেপির শিগগাঁও ক্যাম্প অফিসে ঢুকে পড়ে একটি সাপ। এতে সেখানে উপস্থিত থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ইতিমধ্যে সাপটিকে উদ্ধার করা হয়েছে। নিশ্চিত করা হয়েছে ভবনটির নিরাপত্তা। ঘটনার সময় কার্যালয়টিতে রাজ্যের মুখ্যমন্ত্রী বাসাভারাজ বোম্মাই উপস্থিত ছিলেন। শিগগাঁও তাঁরই নির্বাচনী আসন।

টানা চতুর্থবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুখ্যমন্ত্রী বাসাভারাজ বোম্মাই।
শিগগাঁওতে কংগ্রেস প্রার্থী ইয়াসির আহমেদ খান পাঠান এবং কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসাভারাজ বোম্মাইয়ের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এ কারণে এ নির্বাচনে সবচেয়ে মনোযোগের আসনগুলোর একটি এটি।

২২৪ সদস্যবিশিষ্ট কর্ণাটক বিধানসভায় গত ১০ মে নির্বাচন অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এ নির্বাচনে ৭৩ দশমিক ১৯ শতাংশ ভোট পড়েছে, যা এযাবৎকালের সর্বোচ্চ। ২০১৮ সালে ভোট পড়েছিল ৭২ দশমিক ৩৬ শতাংশ।

২০২৪ সালের সাধারণ নির্বাচনের প্রায় এক বছর আগে অনুষ্ঠিত এ নির্বাচনকে অনেক তাৎপর্যপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে।