অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর স্ত্রী ও মা–বাবাকে ইডিতে তলব

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়
ফাইল ছবি: এএনআই

পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবারও তলব করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।

এ ছাড়া পৃথক তারিখে অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়, অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায় এবং বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কেও তলব করা হয়েছে। তাঁদের সবাইকে সল্টলেকে ইডির দপ্তরে হাজির হতে বলা হয়েছে।

সর্বশেষ গত ৩ অক্টোবর অভিষেককে তলব করেছিল ইডি। ওইদিন অভিষেক দিল্লিতে একটি রাজনৈতিক কর্মসূচিতে উপস্থিত থাকায় হাজিরা দিতে পারেননি। তাই আগামী ৯ অক্টোবর অভিষেককে ইডির দপ্তরে হাজির হতে বলা হয়েছে।

অন্যদিকে অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যাপাধ্যায়কে ১১ অক্টোবর, মা লতা বন্দ্যোপাধ্যায়কে ৬ অক্টোবর এবং বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে ৭ অক্টোবর তলব করেছে ইডি। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর ইডির দপ্তরে হাজির হয়েছিলেন অভিষেক। ওই দিন তাঁকে টানা ৯ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। একই দিনে দিল্লিতে সরকার বিরোধী জোট ‘ইন্ডিয়ার’ সমন্বয় কমিটির বৈঠক ছিল। ওই বৈঠকে যোগ না দিয়ে ইডির কলকাতা দপ্তরে হাজির হয়েছিলেন অভিষেক।

যদিও বারবার ইডির পক্ষ থেকে হাজির হতে বলাকে তৃণমূল কংগ্রেস বলেছে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার এক হীন ষড়যন্ত্র বলে অভিহিত করেছে।