ক্রিকেট খেলায় হেরে গিয়ে কিশোরকে পিটিয়ে হত্যা

প্রতীকী ছবি

কলোনিতে ক্রিকেট খেলায় জিতে আনন্দ করছিল ১৫ বছর বয়সী এক কিশোর। এ সময় পরাজিত দলের একজন এসে ব্যাট দিয়ে তার মাথায় আঘাত করেন। তাতেই মৃত্যু হয়েছে ছেলেটির।

ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থান রাজ্যে। গতকাল মঙ্গলবার বিকেলে রাজস্থানের ঝালাওয়ার জেলার ভাওয়ানি মান্দি টাউনে এ ঘটনা ঘটে। আজ বুধবার এই তথ্য জানিয়েছে স্থানীয় পুলিশ।

নিহত কিশোরে নাম প্রকাশ সাহু। সে রাজস্থান টেক্সটাইলস মিলস লেবার কলোনিতে পরিবারের সঙ্গে থাকত। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

প্রকাশকে পিটিয়ে হত্যার অভিযোগে মুকেশ মিনা (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। মুকেশও একই কলোনির বাসিন্দা।

পুলিশের সার্কেল ইন্সপেক্টর মঙ্গিলাল যাদব বলেছেন, প্রকাশ সাহু দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। আর মুকেশ মিনা বিএ চূড়ান্ত বর্ষের। একই কলোনিতে বসবাস করায় তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। প্রতিদিন কলোনির মাঠে একসঙ্গে ক্রিকেট খেলত তারা।

মঙ্গিলাল যাদব আরও বলেন, গতকাল বিকেলে খেলায় জয়লাভের পর সতীর্থদের নিয়ে উল্লাস করছিল প্রকাশ। আর এতে রেগে গিয়ে ব্যাট নিয়ে তার দিকে তেড়ে যান মুকেশ। একপর্যায়ে তার মাথায় আঘাত করেন।

পুলিশের সার্কেল ইন্সপেক্টর আরও বলেন, আঘাতের পর মাটিয়ে লুটিয়ে পড়ে প্রকাশ। দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। তবে সেখানকার চিকিৎসকেরা তাকে কোটা শহরে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে মারা যায় সে।

পুলিশ আরও জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধির ৩০২ (হত্যা) ধারায় মুকেশ মিনার বিরুদ্ধে মামলা করা হয়েছে।