রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে সরগরম পশ্চিমবঙ্গের রাজনীতি

পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস
ছবি: ভাস্কর মুখার্জি

ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন রাজভবনের এক নারী কর্মী। বৃহস্পতিবার রাতে তিনি কলকাতার হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এ নিয়ে সরগরম হয়ে উঠেছে সেখানকার রাজনৈতিক পরিবেশ।

ওই নারী এমন সময় এ অভিযোগ করলেন, যার কিছু সময় পরই দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক নির্বাচনী সফরে কলকাতায় রাজ্যপালের ভবনে পৌঁছান।

ওই নারীর অভিযোগ, তিনি দুবার রাজ্যপালের হাতে শ্লীলতাহানির শিকার হয়েছেন। তবে রাজ্যপাল এ অভিযোগ অস্বীকার করে বলছেন, নির্বাচনের সময় রাজনৈতিক উদ্দেশ্যে এই চক্রান্ত করা হয়েছে।

এই ঘটনায় রাজভবন থেকে এক বিবৃতিও দেওয়া হয়। এতে বলা হয়, কলকাতা পুলিশ রাজভবনের ভেতরে ঢুকতে পারবে না। তৃণমূল কংগ্রেসের জ্যেষ্ঠ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকেও সেখানে ঢুকতে দেওয়া হবে না। রাজ্যপাল এমন কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না, যেখানে চন্দ্রিমা উপস্থিত থাকবেন। এর কারণ, রাজ্যপালের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়টি নিয়ে গণমাধ্যমে সোচ্চার চন্দ্রিমা। শুক্রবার রাজ্যপালের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভের ডাকও দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার রাত দশটার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতায় রাজভবনে পৌঁছান। তিনি রাতে রাজভবনে থেকে শুক্রবার সকালে যাবেন বর্ধমান জেলায়। সেখানে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এবং অসীম কুমার সরকারের সমর্থনে বর্ধমান-দুর্গাপুরের সাঁই কমপ্লেক্সে জনসভা করবেন। সেখান থেকে যাবেন কৃষ্ণনগরে। সেখানে তেহট্টে একটি জনসভা করবেন মোদি। এরপরে শেষ সভা করবেন বোলপুরে। আগামী ১৩ মে এই কেন্দ্রগুলোতে লোকসভা নির্বাচনের ভোট রয়েছে।

ইতিমধ্যে এ নিয়ে বিবৃতি দিয়েছে তৃণমূল কংগ্রেস। রাত ৯টার দিকে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যপালের বিরুদ্ধে একটি ভিডিও বার্তা দেন। চন্দ্রিমা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী রাজ্যে এসে রাজভবনে রাত্রিবাস করবেন। তার আগে রাজ্যপালের বিরুদ্ধে থানায় অভিযোগপত্র জমা দিতে গিয়েছেন এক মহিলা। নারী নির্যাতনের অভিযোগ তাঁর বিরুদ্ধে। এ কী ধরনের ঘটনা ঘটছে! যে রাজ্যপাল বলেন, তিনি ‘পিসরুম’ খুলে সকলের অভিযোগ শুনবেন এবং তার নিষ্পত্তি করবেন। সেই ‘পিসরুম’ কি আসলে নারী সম্মানের ‘পিস হ্যাভেন’ হয়ে গিয়েছে? যেখানে বারবার প্রধানমন্ত্রী নারীশক্তির কথা বলছেন, সেখানে রাজ্যপাল নারীর অপমান, অসম্মান করছেন। এ কী ঘটছে বাংলার মাটিতে! যে মাটি সাংস্কৃতিক এবং ঐতিহাসিক ভাবে ঐতিহ্যশালী।’

চন্দ্রিমার এ মন্তব্যের পরেই রাজভবনের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে ওই বিবৃতি দেওয়ায় হয়। বিবৃতিতে আরও বলা হয়, রাজভবন চন্দ্রিমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে।

তবে ইতিমধ্যেই চন্দ্রিমা জানিয়েছেন, শুক্রবার থেকে রাজ্যপালের বিরুদ্ধে তৃণমূল আন্দোলনে নামছে। তৃণমূলের মহিলা মোর্চা শুক্রবার বিকেল ৪টায় রাজ্যপালের বিরুদ্ধে মধ্য কলকাতার মৌলালি থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিল করবে।