পশ্চিমবঙ্গে চার আসনে শুরু ভোট, লড়াই হবে তিন দলে

ছয়জন প্রার্থী বাম থেকে খগেন মুর্মু, মহম্মদ সেলিম, ঈশা খান চৌধুরী, খলিলুর রহমান, আবু তাহের এবং শ্রীরূপা মিত্র চৌধুরীছবি: ভাস্কর মুখার্জি

লোকসভা নির্বাচনে আজ মঙ্গলবার ভারতের পশ্চিমবঙ্গের চারটি আসনে তৃতীয় দফায় ভোট গ্রহণ শুরু হয়েছে। ভারতীয় সময় সকাল সাতটায় শুরু হয়েছে এই ভোটযুদ্ধ। চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।

উত্তর মালদহ, দক্ষিণ মালদহ, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর আসনে ৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রথম দুটি দফায় ভোটের লড়াই দ্বিমুখী হলেও আজ হচ্ছে ত্রিমুখী লড়াই। মূল আসরে রয়েছে তৃণমূল কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও কংগ্রেস-বাম জোটের প্রার্থীরা। প্রথম দফা লড়াই হয়েছে গত ১৯ এপ্রিল এবং দ্বিতীয় দফা ২৬ এপ্রিল। আর আজ ৭ মে তৃতীয় দফার লড়াই।

আরও পড়ুন

যে চার আসনে আজ নির্বাচন, সেগুলো কংগ্রেসের ঘাঁটি হিসেবে পরিচিত। এই চার আসন ছাড়াও কংগ্রেসের প্রভাব রয়েছে বহরমপুর ও উত্তর দিনাজপুরের রায়গঞ্জ আসনে। লড়াই হবে একদিকে তৃণমূল কংগ্রেস ও বিজেপি আর অন্যদিকে কংগ্রেস-বাম দলের জোটের।

নির্বাচনের চারটি কেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে গতকাল সোমবার হুগলির পান্ডুয়ায় বোমা বিস্ফোরণে এক কিশোরের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও দুই কিশোর। তাদের হুগলির ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ চার আসনের এলাকাই মূলত একসময়ের কংগ্রেস প্রভাবিত। মালদহের কংগ্রেস নেতা গণি খান চৌধুরী ছিলেন এখানকার এক কিংবদন্তি কংগ্রেস নেতা।

আরেকটি ইতিহাস রয়েছে এই চার আসনের মধ্যে মুর্শিদাবাদ আসনে। বাংলার এককালের রাজধানী ছিল এই মুর্শিদাবাদ। নবাব সিরাজের স্মৃতিবাহী এ আসন। এ আসনেই এবার প্রার্থী কংগ্রেস-বাম জোটের মহম্মদ সেলিম। তিনি সাবেক সংসদ সদস্য ও বর্তমানে সিপিএমের রাজ্য সম্পাদক।

উত্তর মালদহ আসনে এবার লড়ছেন তৃণমূলের প্রসূন বন্দ্যোপাধ্যায়। তিনি নবাগত। সাবেক আইপিএস পুলিশ কর্মকর্তা। কংগ্রেসের হয়ে লড়ছেন মোস্তাক আলম আর বিজেপির প্রার্থী হয়ে লড়ছেন বিদায়ী সংসদ সদস্য খগেন মুর্মু।

দক্ষিণ মালদহে লড়ছেন তৃণমূলের শাহনেওয়াজ আলী রায়হান, কংগ্রেসের ঈশা খান চৌধুরী। গণি খান চৌধুরীর বংশধর ঈশা খান। এই আসনের বিদায়ী সংসদ হলেন ঈশা খানের বাবা আবু হাসেম খান চৌধুরী। বিজেপির প্রার্থী হয়ে লড়ছেন শ্রীরূপা মিত্র চৌধুরী।

মুর্শিদাবাদে লড়ছেন তৃণমূলের আবু তাহের খান, বিজেপির গৌরী শঙ্কর ঘোষ এবং সিপিএমের মহম্মদ সেলিম। সেলিম লড়ছেন কংগ্রেস-বাম দলের জোট প্রার্থী হিসেবে।

আর জঙ্গিপুর আসনে লড়ছেন তৃণমূলের বিদায়ী সংসদ সদস্য খলিলুর রহমান, বিজেপির ধনঞ্জয় ঘোষ আর কংগ্রেসের মুর্তজা হোসেন।

এই চার আসনে লড়াই হচ্ছে মূলত ত্রিমুখী। তৃণমূল, বিজেপি ও কংগ্রেস-বাম জোট প্রার্থীদের মধ্যে।

গত নির্বাচনে এই চার আসনের মধ্যে দুই আসনে জিতেছিল তৃণমূল, একটি করে আসনে জিতেছিল কংগ্রেস ও বিজেপি।

ভোট নেওয়া হচ্ছে ৭ হাজার ৩৬০টি কেন্দ্রে। মোট ভোটার ৭৩ লাখ ৩৭ হাজার ৬৫১ জন।