ভারতের তামিলনাড়ু রাজ্যের মাদুরাই রেলস্টেশনে ট্রেনের একটি বগিতে আগুন লেগে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জনের বেশি।
দক্ষিণাঞ্চল রেল কর্তৃপক্ষ বলেছে, ওই বগি লক্ষ্ণৌ থেকে কয়েকজন ব্যক্তিগত আয়োজনের জন্য ভাড়া করেছিলেন। যাত্রীরা কামরায় অবৈধভাবে একটি গ্যাস সিলিন্ডার নিয়ে উঠেছিলেন। ধারণা করা হচ্ছে, তাঁরা রান্নার চেষ্টা করার সময় ট্রেনের কামরায় আগুন লেগেছে। ট্রেনটি থেমে ছিল।
মাদুরাইয়ের জেলা প্রশাসক এম এস সংগীতা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। ২০ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দক্ষিণাঞ্চল রেলওয়ে থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, আজ শনিবার ভোর ৫টা ১৫ মিনিটের দিকে ট্রেনের বগিতে আগুন ছড়িয়ে পড়ে। রেলের কর্মীদের পাশাপাশি পুলিশ, ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দলের সদস্যরা আগুন নেভানোর কাজে যুক্ত হন। পরে সকাল ৭টা ১৫ মিনিটের দিকে আগুন নেভানো হয়। আগুনে পুড়ে যাওয়া দেহাবশেষগুলো বগি থেকে বের করে আনা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, গতকাল বগিটিকে নাগেরকয়েল জংশনে পুনালুর-মাদুরাই এক্সপ্রেসের ১৬৭৩০ নম্বর ট্রেনের সঙ্গে যুক্ত করা হয়। মাদুরাই স্টাবলিং লাইনে বগিটিকে ট্রেন থেকে আলাদা করে রাখা হয়েছিল। ১৭ আগস্ট লক্ষ্ণৌ থেকে পার্টির জন্য ভাড়া দেওয়া বগিটি রওনা করেছিল। আগামীকাল যাত্রীদের চেন্নাইয়ে ফেরার কথা ছিল। সেখান থেকে তাঁদের লক্ষ্ণৌতে ফেরার কথা।
দুর্ঘটনাস্থলে ছড়িয়ে–ছিটিয়ে থাকা জিনিসপত্রের মধ্যে একটি সিলিন্ডার ও এক ব্যাগ আলু দেখা গেছে। ধারণা করা হচ্ছে, বগিতে রান্নার চেষ্টা করা হয়েছিল।
সাউদার্ন রেলওয়ের বিবৃতিতে বলা হয়, যেকোনো ব্যক্তি আইআরসিটিসি পোর্টাল ব্যবহার করে পার্টির জন্য ট্রেনের কামরা ভাড়া করতে পারেন। তবে সেখানে গ্যাস সিলিন্ডারের মতো দাহ্য কোনো বস্তু বহনের অনুমতি নেই। বগিটি শুধু যাত্রী পরিবহনের জন্য ব্যবহার করা হয়।