শপথ নিয়েই মধ্যপ্রদেশে প্রকাশ্যে মাংস–ডিম বিক্রি নিষিদ্ধ করলেন বিজেপির নতুন মুখ্যমন্ত্রী

ভারতের মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী মোহন যাদবছবি: মোহন যাদবের ফেসবুক থেকে নেওয়া

ভারতের মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপির মোহন যাদব। শপথ নিয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠকে রাজ্যে প্রকাশ্যে মাংস ও ডিম বিক্রি নিষিদ্ধ করেছেন তিনি।

গতকাল বুধবার রাজ্যের রাজধানী ভোপালের মতিলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে যাদব শপথ নেন।

যাদবকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল মাঙ্গুভাই সি প্যাটেল। পরে যাদবের দুই উপমুখ্যমন্ত্রী শপথ নেন।

শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন বিজেপির জাতীয় সভাপতি জে পি নাড্ডা। এ ছাড়া বিজেপি, এনডিএ-শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা অনুষ্ঠানে ছিলেন।

আরএসএস ঘরানার নেতা যাদব গতকালই তাঁর মন্ত্রিসভার প্রথম বৈঠক করেন। মন্ত্রিসভার এই বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রাজ্যে প্রকাশ্যে মাংস ও ডিম বিক্রি নিষিদ্ধের সিদ্ধান্ত অন্যতম।

যাদব বলেছেন, বিদ্যমান খাদ্যনিরাপত্তা বিধি–সম্পর্কিত নির্দেশিকা মেনে প্রকাশ্যে মাংস ও ডিম বিক্রির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। যথাযথ জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পর এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে।

যাদব বলেছেন, নিষেধাজ্ঞা কার্যকরের আগে রাজ্যের খাদ্য বিভাগ, পুলিশ ও স্থানীয় নগর সংস্থাগুলো জনসচেতনতামূলক প্রচার চালাবে।