দিল্লিতে মোদির রোড শো, কেজরিওয়ালের পদযাত্রা

রোড শো–তে অংশ নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৬ জানুয়ারি, দিল্লিতে
ছবি: এএফপি

চলতি বছরের ৯ রাজ্যের বিধানসভা নির্বাচন ও পরবর্তী লোকসভা নির্বাচন সামনে রেখে ইতিমধ্যে প্রচারে নেমেছে কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আজ সোমবার রাজধানী দিল্লিতে রোড শো করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন পদযাত্রা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (আপ) নেতা অরবিন্দ কেজরিওয়াল।

আজ দিল্লিতে শুরু হয়েছে বিজেপির জাতীয় কর্মসমিতির দুই দিনের বৈঠক। এ উপলক্ষে বিকেলে রোড শো করেছেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী মোদি ছাড়াও বৈঠকে যোগ দিয়েছেন ৫ জন কেন্দ্রীয় মন্ত্রী, ১২ জন মুখ্যমন্ত্রী, ৩৭ জন শীর্ষ নেতাসহ বিজেপির ৩ শতাধিক নেতা–কর্মী। এ বৈঠকে বিধানসভা ও লোকসভা নির্বাচনের কৌশল ঠিক করা হবে। এ ছাড়া বিজেপির পরবর্তী সভাপতি কে হবেন, তা নিয়েও আলোচনা হবে এ বৈঠকে।

প্রধানমন্ত্রী মোদি ও বিজেপির এই কর্মসূচির মধ্যে আজ দিল্লিতে পদযাত্রা করেছে আম আদমি পার্টি। দলের প্রধান কেজরিওয়ালের নেতৃত্বে এতে যোগ দেন দলীয় বিধায়কেরাও। কেজরিওয়ালের অভিযোগ, দিল্লির উপরাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা রাজ্য সরকারের কাজে অসহযোগিতা ও পদে পদে বাধার সৃষ্টি করছেন। এর প্রতিবাদে পদযাত্রা করে দলটি।

দিল্লি বিধানসভা ভবন থেকে বের হওয়া কেজরিওয়ালদের পদযাত্রা উপরাজ্যপালের বাসভবনের কিছু আগেই পুলিশ আটকে দেয়। পদযাত্রায় আম আদমি পার্টির বিধায়কদের হাতে ছিল বিভিন্ন দাবিসংবলিত পোস্টার। এ সময় কেজরিওয়াল অভিযোগ করেন, বিধায়কদের সঙ্গে দেখা করতে না চেয়ে উপরাজ্যপাল তাঁদের অসম্মান করেছেন।