পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকে থাইল্যান্ড যেতে দেয়নি দেশটির তদন্তকারী গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কলকাতা বিমানবন্দরে তাঁকে আটকে দেওয়া হয়। বিমানবন্দরে জানানো হয়, একটি বিশেষ মামলায় তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি রয়েছে, তাই বিদেশে যেতে দেওয়া হবে না।
গতকাল শনিবার রাত আটটার দিকে মেনকা গম্ভীর কলকাতা বিমানবন্দরে পৌঁছান। বিমানযাত্রা ছিল গতকাল রাতেই। মেনকা পাসপোর্ট নিয়ে বোডিং পাস নেওয়ার জন্য অভিবাসন দপ্তরে যান। অভিবাসন দপ্তরের কর্মকর্তারা তাঁকে একটি রুমে নিয়ে বসান। তারপর জানিয়ে দেন, তাঁর বিদেশ যাওয়া হবে না। তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি রয়েছে।
পশ্চিমবঙ্গের চাঞ্চল্যকর কয়লা পাচারকাণ্ডের তদন্তে উঠে এসেছে অভিষেক বন্দোপাধ্যায়, তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেকের শ্যালিকা মেনকার নাম।
অভিযোগ রয়েছে, এ কয়লা পাচারের রুপির বিরাট একটি অংশ বিদেশের ব্যাংকে পাচার হয়ে গেছে। সেই কারণে জিজ্ঞাসাবাদের জন্য ইডি মেনকা গম্ভীরকে জেরা করতে চায়। ইতিমধ্যে অবশ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরাকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। তাই গতকাল রাতে বিমানবন্দরে বসিয়ে ইডির কর্মকর্তারা দিল্লি থেকে পাঠানো এক মেইলে মেনকাকে আগামী সপ্তাহে কলকাতার ইডি দপ্তরে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হওয়ার নির্দেশসংবলিত একটি চিঠি ধরিয়ে দেন।
ইডির চিঠিতে বলা হয়েছে, আগামী সপ্তাহে জিজ্ঞাসাবাদের জন্য মেনকাকে হাজির হতে হবে কলকাতার ইডি দপ্তরে। মূলত মেনকা যাতে বিদেশে চলে না যান, তাঁর আগাম সতর্কতা হিসেবে আগে থেকে তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছিল। তাই গতকাল রাতে ব্যাংকক যাওয়ার জন্য যখন তিনি কলকাতা বিমানবন্দরে গিয়ে অভিবাসন দপ্তরে পাসপোর্ট দেখান, তখনই তাঁকে বাধা দেওয়া হয়। আটকে দেওয়া হয় তাঁর ব্যাংককযাত্রা।
পশ্চিমবঙ্গের চাঞ্চল্যকর কয়লা পাচারকাণ্ডে তৃণমূলের বেশ কয়েক নেতার জড়িত থাকার অভিযোগ ওঠে। তাঁদের বিরুদ্ধে ১ হাজার ৩২৩ কোটি রুপি বিদেশে পাচার করারও অভিযোগ রয়েছে। আরও অভিযোগ রয়েছে, এসব রুপি লন্ডন ও ব্যাংককের ব্যাংকে পাচার হয়ে জমা পড়েছে। আর এই চক্রের পেছনে রয়েছেন এ রাজ্যের একজন নামী কয়লামাফিয়া। তিনি আবার যুব তৃণমূল কংগ্রেসের একজন শীর্ষ নেতাও।
এখন তিনি পালিয়ে দেশছাড়া হয়ে বিদেশে আত্মগোপন করে আছেন। সেই কয়লা পাচারকাণ্ড মামলায় অভিষেক ও রুজিরার বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ থাকায় সেই মামলার তদন্ত করছে একদিকে সিবিআই এবং অন্যদিকে ইডি। আর সেই মামলায় জড়িত থাকার অভিযোগে এবার উঠে এসেছে সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরের নাম।