টিপু সুলতানের অনুসারীদের বেঁচে থাকা উচিত নয়: কর্ণাটক বিজেপিপ্রধান
ভারতের কর্ণাটক রাজ্য বিজেপির সভাপতি নলিন কুমার কাতিল আবার বিতর্কিত মন্তব্য করেছেন। এবার তিনি ভারতের মহীশূরের আঠারো শতকের শাসক টিপু সুলতানের অত্যুৎসাহী অনুসারীদের হত্যা করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর এনডিটিভির।
গতকাল বুধবার রাজ্যের কোপ্পাল জেলার ইয়েলাবুর্গায় বিজেপির এক কর্মসূচিতে দেওয়া বক্তৃতায় এ আহ্বান জানান নলিন কুমার। একই সঙ্গে তিনি বলেন, টিপু সুলতানের বংশধরদের তাড়িয়ে জঙ্গলে পাঠানো উচিত।
টিপু সুলতান ছিলেন মহীশূরের সুলতান। শৌর্য-বীর্যের জন্য তিনি মহীশূরের বাঘ হিসেবে পরিচিত ছিলেন। তিনি ইংরেজ শাসনের বিরুদ্ধে লড়াই করে শহীদ হন।
ভারতের এককালের মহীশূর রাজ্যের নাম বদলে করা হয় কর্ণাটক। কর্ণাটকের রাজনীতিতে টিপু সুলতান নামটি বিজেপির মেরুকরণের রাজনীতির হাতিয়ার হয়ে উঠেছে।
কর্ণাটক রাজ্যের ডানপন্থীরা টিপু সুলতানকে ‘ধর্মান্ধ অত্যাচারী’ শাসক হিসেবে দেখেন। তাঁদের অভিযোগ, তিনি জোরপূর্বক হাজারো মানুষকে ধর্মান্তরিত করেছিলেন।
তবে কংগ্রেস টিপু সুলতানকে ভারতের প্রথম দিকের স্বাধীনতাসংগ্রামীদের একজন হিসেবে দেখে।
২০১৭ সালে রাজ্যটির তৎকালীন কংগ্রেস সরকার টিপু সুলতানের জন্মবার্ষিকী পালন শুরু করে। তারা টানা দুই বছর তা পালন করে। পরবর্তী সময়ে রাজ্যে ক্ষমতায় আসে বিজেপি। তারা টিপু সুলতানের নাম ভারতের ইতিহাস থেকে মুছে ফেলতে চাইছে বলে অভিযোগ আছে।
কর্ণাটক রাজ্য বিজেপির সভাপতি বলেন, ‘আমরা টিপু সুলতানের বংশধর নই। আসুন, টিপুর বংশধরদের তাঁদের দেশে ফেরত পাঠাই।’
নলিন কুমার বলেন, ‘আমি একটি চ্যালেঞ্জ জারি করছি, যাঁরা টিপুর অত্যুৎসাহী অনুসারী, তাঁদের এই উর্বর ভূমিতে বেঁচে থাকা উচিত নয়।’
আগামী এপ্রিল-মে মাসে কর্ণাটক বিধানসভার নির্বাচন হওয়ার কথা। এই নির্বাচনের মধ্য দিয়ে বিজেপি দ্বিতীয় মেয়াদে রাজ্যের ক্ষমতায় আসার আশা করছে।