পশ্চিমবঙ্গে পটকা কারখানায় বিস্ফোরণ, নিহত ৮

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় এক বেআইনি পটকা বা বাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে
ছবি: ভাস্কর মুখার্জি

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় বেআইনি একটি পটকা বা বাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে আটজন নিহত হয়েছেন। আজ রোববার সকালে জেলার দত্তপুকুরে এ ঘটনা ঘটে। পুলিশ বলেছে, আরও দেহ ধ্বংসস্তূপে আটকে থাকতে পারে। পুলিশ উদ্ধারকাজ শুরু করেছে। তদারকিতে আছেন বারাসাতের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়।

আজ সকাল সাড়ে ১০টার দিকে দত্তপুকুরের বেআইনি পটকা কারখানায় বিস্ফোরণ ঘটে। কারখানার মালিক তৃণমূল কর্মী আজিবুর রহমান। বিস্ফোরণের শব্দ এত বেশি ছিল যে তা ২০ কিলোমিটার দূরের বারাসাত জেলা সদর থেকেও শোনা গেছে। এলাকার বেশ কয়টি বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুলিশ বলেছে, বিস্ফোরণে নিহত ব্যক্তিদের ছিন্নভিন্ন দেহ পাওয়া গেছে।

বিস্ফোরণ ঘটার সঙ্গে সঙ্গে বাড়ির মালিক দরজায় তালা দিয়ে পালিয়ে গেছেন। স্থানীয় মানুষের অভিযোগ, এখানে যে পটকা কারখানা রয়েছে, তা রাজ্য প্রশাসন, পুলিশ এবং এলাকার মন্ত্রী রথীন ঘোষ জানতেন। তাঁদের নাকের ডগায় বেআইনিভাবে এই কারখানা গড়ে উঠেছে।

বিস্ফোরণের পর এলাকায় ভিড় জমে যায়
ছবি: ভাস্কর মুখার্জি

দুর্ঘটনার পর বিস্ফোরণস্থল থেকে আহত তিন শিশুকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বিস্ফোরণে তিনটি বাড়ি ধূলিসাৎ হয়ে গেছে। পাওয়া গেছে গুদামভর্তি পটকা এবং এগুলোর তৈরির সরঞ্জাম।

এর আগে রাজ্যের এগরা এলাকায় পটকা কারখানায় বিস্ফোরণের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা দিয়েছিলেন, রাজ্যে বেআইনি পটকা কারখানা বন্ধ করে দেওয়া হবে। বাস্তবে কিন্তু তা এখনো হয়নি।