কামড় দিয়ে স্ত্রীর আঙুল ছিঁড়ে ফেলার পর গ্রেপ্তার

গ্রেপ্তারপ্রতীকী ছবি

ভারতের মহারাষ্ট্রের পুনে জেলায় ঝগড়ার এক পর্যায়ে এক ব্যক্তি কামড় দিয়ে স্ত্রীর হাতের একটি আঙুলের কিছু অংশ ছিঁড়ে ফেলেন। এ ঘটনায় স্ত্রী মামলা করার পর অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শনিবার পুনে জেলার খেদ তালুক এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারীর নাম সঞ্জু পাসওয়ান (৩৫)। তিনি স্বামীর বিরুদ্ধে স্থানীয় আলন্দি থানায় একটি মামলা করেছেন।

অভিযুক্ত স্বামীর নাম সুরজ হীরালাল পাসওয়ান (৪০)। ভারতীয় ন্যায় সংহিতার ১১৭ (২) সেকশনের অধীন পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।

আজ রোববার একটি সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ এসব তথ্য নিশ্চিত করেছে। এতে বলা হয়, সঞ্জু পাসওয়ান একটি বেসরকারি কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করেন।

ঘটনার বর্ণনায় বলা হয়, শনিবার বিকেলে সঞ্জু পাসওয়ানের স্বামী সুরজ হীরালাল পাসওয়ান নিজেদের বাসায় ছেলের সঙ্গে ঝগড়া করছিলেন। সঞ্জু ঘটনা থামানোর চেষ্টা করলে সুরজ তাঁর ডান হাতের অনামিকায় কামড় দেন। এতে আঙুলটির একটা অংশ ছিঁড়ে যায়।

আলন্দি থানার জ্যেষ্ঠ পুলিশ পরিদর্শক ভীম নরকে বলেন, ‘আমরা সঞ্জুর স্বামী সুরজ পাসওয়ানকে গ্রেপ্তার করেছি। আদালত তাঁকে বিচার বিভাগীয় হেফাজতে রিমান্ডে পাঠিয়েছেন। এ ঘটনায় তদন্ত চলছে।’

পুলিশ জানায়, সুরজ পাসওয়ান টাইলস লাগানোর কাজ করেন। তাদের ধারণা, ঘটনার সময় সুরজের শরীরে মাদকের প্রভাব ছিল।