সবজির দামের জন্য মুসলিমদের দায়ী করায় মুখ্যমন্ত্রী হিমন্তর প্রতি ক্ষোভ ঝাড়লেন ওয়াইসি

হিমন্ত বিশ্বশর্মা (বাঁয়ে) ও আসাদউদ্দিন ওয়াইসি
ছবি: এএনআই

ভারতের আসামে সবজির দাম বেড়ে যাওয়ার জন্য মুসলিম ব্যবসায়ীদের দায়ী করায় রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছেন হায়দরাবাদের সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি। তিনি বলেছেন, আসাম সরকার নিজেদের ব্যর্থতার কথা ঢাকতে মুসলিমদের ওপর দোষ চাপাচ্ছে।

শুক্রবার সবজির দাম বাড়ার জন্য মুসলিম সবজি বিক্রেতাদের দায়ী করার পর হিমন্ত শর্মা ব্যাপক সমালোচনার মধ্যে পড়েছেন। তিনি বলেছেন, ‘মিঞা ব্যবসায়ীরা গুয়াহাটিতে আসামের জনগণের কাছ সবজির জন্য চড়া দাম নিচ্ছে। অথচ গ্রামে সবজির দাম অনেক কম। আসামের মানুষেরা যদি সবজি বিক্রি করত, তাহলে কখনোই আসামের জনগণের কাছ থেকে বেশি দাম নিত না।’

আসামের মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘যাঁরা সবজির দাম এতটা বাড়িয়েছেন, তাঁরা কারা? তাঁরা হলেন মিঞা ব্যবসায়ী। তাঁরা উচ্চ মূল্যে সবজি বিক্রি করছেন।’

আসামে বসবাসকারী বাংলাভাষী মুসলিম, যাঁরা বাংলাদেশ থেকে যাওয়া বলে দাবি করা হয়ে থাকেন, তাঁদের স্থানীয়ভাবে মিঞা বলে ডাকা হয়। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত প্রায়ই তাঁদের ‘খুব সাম্প্রদায়িক’ বলে উল্লেখ করে থাকেন। এমনকি তাঁদের ‘বহিরাগত’ হিসেবেও ডেকে থাকেন।

হিমন্তের এমন বক্তব্যের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রেসিডেন্ট আসাদউদ্দিন ওয়াইসি। তিনি শুক্রবার রাতে এক টুইটার পোস্টে বলেন, ‘দেশে এমন একটি গোষ্ঠী আছে, যারা তাদের বাড়িতে মহিষ দুধ না দিলে কিংবা মুরগি ডিম না পাড়লেও মিঞাজিকে দোষ দেয়। সম্ভবত তারা তাদের ব্যক্তিগত ব্যর্থতাগুলোও মিঞা ভাইদের ওপর চাপিয়ে দেয়।’