আনোয়ারুল হত্যা: মরদেহ খুঁজতে রাতে অভিযুক্তদের নিয়ে কলকাতায় ঘুরেছে পুলিশ

আনোয়ারুল আজীমছবি: জাতীয় সংসদের ওয়েবসাইট থেকে নেওয়া

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম হত্যায় অভিযুক্ত দুজনকে নিয়ে কলকাতা ও উত্তর চব্বিশ পরগনা জেলার কিছু অংশ পরিদর্শন করেছেন পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা। মরদেহ খুঁজে বের করতেই বৃহস্পতিবার রাতে এ পরিদর্শন করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের এক কর্মকর্তা।

যে দুজনকে নিয়ে সিআইডি বিভিন্ন স্থান পরিদর্শন করেছে, তাঁরা হলেন সিয়াম ও জুবের। নাম প্রকাশে অনিচ্ছুক ওই পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘এটা বের করার চেষ্টা হচ্ছে যে মরদেহ কোথায় গেল? আমার জানামতে, এখনো মরদেহ উদ্ধার করা যায়নি। এই শহর পরিক্রমার অন্যতম প্রধান উদ্দেশ্য হলে দেহটি খুঁজে বের করা।’

এদিকে আনোয়ারুল নিখোঁজের খবর যিনি প্রথম পুলিশকে জানিয়েছিলেন, সেই স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাসকে কেন এখনো হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না—এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, ‘তিনি তদন্তে সহযোগিতা করেছেন। তিনি যা বলেছেন, তা পরে আমরা মিলিয়ে দেখেছি। তাঁর কথার মধ্যে কোনো বৈপরীত্য খুঁজে পাওয়া যায়নি।’

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘সবচেয়ে বড় কথা তিনি এমপি আনোয়ারুল আজীমের পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ এক ব্যক্তি বলে আমাদের জানানো হয়েছে। এমপি আজীমের পরিবার এখন পর্যন্ত গোপাল বিশ্বাস সম্পর্কে কোনো নেতিবাচক মন্তব্য করেনি এবং বলেছেন যে তিনি দীর্ঘদিন ধরে পরিবারের ঘনিষ্ঠ। এই কারণেই আপাতত আমরা তাঁকে সন্দেহের ঊর্ধ্বে রাখছি।’

সংসদ সদস্য আনোয়ারুল আজীম ১২ মে পশ্চিমবঙ্গের কলকাতায় গিয়ে তাঁর পূর্বপরিচিত বন্ধু গোপাল বিশ্বাসের বাসায় ওঠেন। পরদিন তিনি চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলে ওই বাসা থেকে বের হন। এর পর থেকে তাঁর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না।

পরে বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেন, সংসদ সদস্য আনোয়ারুল আজীম ভারতে খুন হয়েছেন। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে বাংলাদেশিরাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।