অঙ্গহানি হওয়া যাত্রীদের স্বজনকে চাকরি দেওয়া হবে: মমতা

ভারতের ওডিশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর উল্টে থাকা বগি
ছবি: এএফপি

ভারতের ওডিশা রাজ্যে ট্রেন দুর্ঘটনায় পশ্চিমবঙ্গের যেসব যাত্রীর অঙ্গহানি হয়েছে, তাঁদের প্রতিটি পরিবারের একজনকে হোমগার্ডে চাকরি দেওয়ার ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এ দুর্ঘটনায় নিহত পশ্চিমবঙ্গের কয়েকজনের মরদেহ আজ সোমবার ওডিশা থেকে কলকাতায় আসে। মুখ্যমন্ত্রী হাওড়ার রাজ্য সচিবালয় নবান্নর সন্নিকটে কোনা টোল প্লাজায় তাঁদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তিনি সাংবাদিকদের কাছে এ কথা বলেন।

মমতা জানান, এই রাজ্যের ৩০ জন বাসিন্দা এখন ওডিশার কটকের হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের দেখতে কাল মঙ্গলবার আবার তিনি ওডিশায় যাবেন। সঙ্গে যাবেন রাজ্যের দুই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও শশী পাঁজা। কটকের পাশাপাশি ভুবনেশ্বরেও যাওয়ার কথা রয়েছে তাঁর। এর আগে ট্রেন দুর্ঘটনার পরের দিনও মমতা ছুটে গিয়েছিলেন দুর্ঘটনাস্থলে।

শুক্রবার সন্ধ্যায় ওডিশার বালাসোরের বাহানাগায় করমন্ডল ও যশোবন্তপুর হাম সফর এক্সপ্রেসের ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা ৩০০–এর কাছাকাছি পৌঁছেছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে ৯০ জন যাত্রী রয়েছেন। ইতিমধ্যে এই ৯০ জনের মধ্যে ৭৬ জনের দেহ ওডিশা থেকে এই রাজ্যে এসে পৌঁছেছে। আজও বেশ কজনের দেহ কলকাতায় এসেছে। তাঁদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা হাওড়ার রাজ্য সচিবালয় নবান্নর সন্নিকটে কোনা টোল প্লাজায় যান।

আরও পড়ুন

সেখান থেকে তিনি কলকাতার পিজি হাসপাতালে চিকিৎসাধীন আহত তিন যাত্রীকে দেখতে যান।

মমতা আগেই ঘোষণা দিয়েছিলেন, এ দুর্ঘটনায় নিহত যাত্রীদের প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ রুপি দেওয়া হবে।