পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে নাড্ডা, পাল্টা চ্যালেঞ্জ মমতার

বহরমপুরে বিজেপি আয়োজিত নির্বাচনী জনসভায় দলটির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। পশ্চিমবঙ্গ, ভারত, ২৮ এপ্রিল
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে বলে অভিযোগ তুলেছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। মমতার বিরুদ্ধে জঙ্গি, সন্ত্রাস ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার অভিযোগও তুলেছেন তিনি।
পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বলেছেন, বাংলা কারও কাছে আত্মসমর্পণ করতে জানে না। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গদি উল্টানোর সময় এসেছে। জনতার উদ্দেশে তিনি বলেছেন, ‘আপনারা সংঘবদ্ধ হয়ে মোদির গদি উল্টিয়ে দিন।’

লোকসভা নির্বাচনের প্রচারে এই প্রথমবার পশ্চিমবঙ্গে এলেন নাড্ডা। আজ রোববার পশ্চিমবঙ্গে পা রেখে সকালে বহরমপুরের জলিবাগান মাঠে বিজেপি আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেন। এরপর যোগ দেন নদীয়ার রানাঘাটের বগুলার কলেজ মাঠের জনসভায়।

এসব জনসভায় নাড্ডা বলেন, মমতার আমলে বাংলায় উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে। ওরা কেন্দ্রের দেওয়া আবাস যোজনার অর্থ নিজেদের নামে চালিয়েছে। জঙ্গিদের প্রশ্রয় দিয়েছে। বাংলায় দুর্নীতির আর কাটমানির রাজত্ব চালু করেছে। অথচ এই বাংলায় মোদি সরকার ৬ কোটি মানুষকে বিনা মূল্যে রেশন দিয়ে আসছে। আগামী ৫ বছরও এই রেশন অব্যাহত থাকবে। নাড্ডা জোর দিয়ে বলেন, এই বাংলায় মমতার শাসনে মানুষ সুখে থাকতে পারেনি।

নাড্ডা বলেন, ‘আমরা সিএএ, এনআরসি ও অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করতে দৃঢ় প্রতিজ্ঞ। আর এর বিরুদ্ধে কংগ্রেস ও তৃণমূল তৎপর।’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদহের সুজাপুরে আয়োজিত তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভায় বক্তব্য দেন। পশ্চিমবঙ্গ, ভারত, ২৮ এপ্রিল
ছবি: সংগৃহীত

মমতার চ্যালেঞ্জ

মমতা চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, বাংলা কারও  কাছে আত্মসমর্পণ করতে জানে না। বাংলাকেও কেউ অবদমিত করে রাখতে পারে না। বাংলা নিজস্ব স্বকীয়তায় জ্বলছে। তাই এবার মোদির গদির উল্টানোর সময় এসেছে।

পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশে মমতা বলেন, ‘আপনারা সংঘবদ্ধ হয়ে মোদির গদি উল্টিয়ে দিন।’ মালদহের সুজাপুরে তৃণমূল আয়োজিত এক  নির্বাচনী প্রচার সভায় মমতা এ সব কথা বলেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলা তার নিজের দাবি ছিনিয়ে আনবে। মোদির গদি উল্টে দেবে। এনআরসি, সিএএ, অভিন্ন দেওয়ানি বিধি এই বাংলায় কার্যকর হবে না। কার্যকর হতে দেব না। মোদির বিভেদের রাজনীতি এবার এই বাংলার এবার বন্ধ করে দেবে।’ মমতা বলেন, ‘আমরা চাকরি দিই , ওরা (বিজেপি) চাকরি খায়। এবার তার জবাব দেওয়া হবে।’

মমতা জোরের সঙ্গে বলেন, ওরা (বিজেপি) দেশটাকে ভেঙে দেবে, সংবিধানকে ভেঙে দেবে, বাংলার সাম্প্রদায়িকতা বিরোধী ঐক্যকে স্তব্ধ করে দেবে। তাই এবার সময় এসেছে মোদি হটাওয়ের। বাংলাকে বাঁচানোর। তাই মমতা সভামঞ্চ থেকে ডাক দেন, ‘মোদি হটাও, দেশ বাঁচাও’।

মমতা এ কথাও বলেছেন, ‘বাংলায় আমাদের কোনো নির্বাচনী জোট নেই। আমরা এই  বাংলায় এককভাবে লড়ছি। আমরা মোদিকে হটাবোই। আর দিল্লিতে ইন্ডিয়া জোটের নেতৃত্বে সরকার গড়ব।’

ভারতের লোকসভা নির্বাচন ১৯ এপ্রিল শুরু হয়েছে। প্রথম ধাপে দেশটিতে ১২১ টি আসনে ভোটগ্রহণ হয়েছে। এর মধ্যে ছিল পশ্চিমবঙ্গের তিনটি আসন। আর দ্বিতীয় ধাপে গত শুক্রবার ভোট হওয়া ৮৮ আসনের মধ্যে পশ্চিমবঙ্গের ছিল তিনটি আসন।

ভারতে এবার সাত ধাপে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ফল ঘোষণা হবে ৪ জুন।